বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Narendra Modi in Uttarakhand: কেদারনাথ মন্দিরে পুজো মোদীর, ‘শ্রমজীবী’-দের সঙ্গে বললেন কথা, এলেন বদ্রীনাথে

PM Narendra Modi in Uttarakhand: কেদারনাথ মন্দিরে পুজো মোদীর, ‘শ্রমজীবী’-দের সঙ্গে বললেন কথা, এলেন বদ্রীনাথে

কেদারনাথ ধামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিন প্রার্থনার পর মোদী কেদারনাথ রোপওয়ে প্রকল্পের সূচনা করবেন। উদ্বোধনের পর তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখেন। বদ্রীনাথেও এসেছেন প্রধানমন্ত্রী। সেখানকার মানা গ্রামেও একটি রোপওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন।

সামনে দীপাবলির উৎসব। তার আগে দেশের বিভিন্ন রাজ্যে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পূর্ব নির্ধারিত সূচিমতোই উত্তরাখণ্ডে পৌঁছালেন তিনি। 

আজ শুক্রবার সকালে উত্তরাখণ্ডে পৌঁছানোর পরেই তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এরপরে কেদারনাথ ধামে সকালের আচার-অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। ঐতিহ্যবাহী হিমাচলি পোশাক পরে তিনি মন্দিরে প্রার্থনা করেন। উত্তরাখণ্ডে সফরকালীন একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তারপর ‘শ্রমজীবী’-দের সঙ্গে কথা বলেন। তারপর বদ্রীনাথে পৌঁছান।

যারা গুজরাটকে গালি দেয়, তাদের পাঠ শেখানোর উচিত’, কাকে তোপ দাগলেন মোদী?

জানা গিয়েছে, এদিন প্রার্থনার পর মোদী কেদারনাথ রোপওয়ে প্রকল্পের সূচনা করবেন। উদ্বোধনের পর তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখবেন। বদ্রীনাথেও যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার মানা গ্রামেও একটি রোপওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন। প্রসঙ্গত, কেদারনাথ এবং বদ্রীনাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থানগুলি রয়েছে।

কেদারনাথের রোপওয়ে দৈর্ঘ ৯.৭ কিলোমিটার। এই রোপওয়ে গৌরীকুণ্ডের সঙ্গে কেদারনাথকে সংযুক্ত করবে। এই রোপওয়ের ফলে দুটি স্থানের মধ্যে যাতায়াত মাত্র ৩০ মিনিটে সম্ভব হবে। আগে এই সময় লাগত প্রায় সাত ঘণ্টা। এছাড়াও রয়েছে হেমকুণ্ড রোপওয়ে। এটি প্রায় ১২.৪ কিলোমিটার দীর্ঘ। প্রায় ২,৪৩০ কোটি টাকা সামগ্রিক ব্যয়ে এই রোপওয়েগুলি তৈরি করা হয়েছে। এগুলি যেহেতু ধর্মীয় স্থান। তাই রোপওয়েগুলি পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সরকার। এর ফলে মানুষের যাতায়াত আরও সহজতর হবে।

বন্ধ করুন