পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য স্থির করে দিলেন মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'প্রতিটি দেশের উন্নয়ন যাত্রায় এমন একটি সময় আসে যখন সেই জাতি নিজেকে একটি নতুন প্রান্তে নিয়ে যায়। তখন সেই দেশ নিজেকে নতুন সংকল্প গ্রহণ করে এগিয়ে যায়। আজ, সেই সময় এসেছে ভারতের উন্নয়ন যাত্রায়।'
প্রধানমন্ত্রী বলেন, 'সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই ভাবেই আমাদের এগোতে হবে। ঊজ্জ্বলা থেকে আয়ুষ্মানের লাভ দেশের সব গরিব পায়। আগের থেকে অনেক দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি। তবে কথা এখানেই শেষ হয় না। এখন আমাদের পূর্ণতা অর্জন করতে হবে। ১০০ শতাংশ গ্রামে রাস্তা, ১০০ শতাংশ পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, আবাস যোজনার মাধ্যমে সব ব্যক্তিকে জুড়তে হবে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রাপ্য।'
তিনি বলেন, '৭৫তম স্বাধীনতার সময় অমৃতকালে আমরা যে সিদ্ধান্ত নেব তা স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে আমাদের আরও উন্নত দেশ হতে সাহায্য করবে। অমৃত মহোৎসবের আসল লক্ষ্য, ভারতবাসীকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছে দিতে হবে। ৭৫তম স্বাধীনতা দিবসে সেই অমৃত কালের সূচনা হচ্ছে। আমাদের লক্ষ্য হবে এমন ভারত নির্মাণ করা যেখানে সরকার নাগরিক জীবনে অকারণ দখলদারি করবে না। আমাদের লক্ষ্য এমন এক দেশ নির্মাণ করা যেখানে বিশ্বের সমস্ত আধুনিক পরিকাঠামো থাকবে। যখন ভারত বিশ্বের কোনও দেশের থেকে কম হবে না।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'দেশের কোনও কোণা অনুন্নত থাকবে না। উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে। লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে।' 'দেশকে এগোতে হলে অনগ্রসর শ্রেণির মানুষের হাত ধরতে হবে, দলিত, আদিবাসী, এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সমাজের বিকাশ কেউ যেন পিছনে পড়ে না থাকেন, তা নিশ্চিত করতে কাজ করছি আমরা। সর্বাত্মক বিকাশই আমাদের লক্ষ্য।