দীপাবলীর অনুষ্ঠানে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ বাসভবন আলোকিত করার অভিযোগ উঠেছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই বিদ্যুৎ সংস্থার তরফে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর এ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলীয় কার্যালয়ের বাইরে পড়েছিল একাধিক পোস্টার। যাতে জেডিএস নেতাকে ‘বিদ্যুৎ চোর’ বলে উল্লেখ করা হয়েছিল। কংগ্রেসের তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টারগুলি সরিয়ে দিল বেঙ্গালুরু পুলিশ। এই পোস্টারের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: 'বিদ্রোহ' দমনে তৎপর দেবেগৌড়া, এমন কাজ করলেন যা পারেননি উদ্ধব, শরদরা
ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (বেসকম) কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তুলেছিল। তার ভিত্তিতে জয়নগর ভিজিল্যান্স থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তবে তার আগে কংগ্রেস ওই নেতার বিরুদ্ধে বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে বসভবন আলোকিত করার অভিযোগ তুলেছিল। তাদের অভিযোগ ছিল, দীপাবলির সময় এইচডি কুমারস্বামী বেঙ্গালুরুর জেপি নগরে তাঁর বাসভবন আলোকিত করার জন্য সরাসরি বৈদ্যুতিক খুঁটিতে হুকিং করেছিলেন। এক্স হ্যান্ডেলে এ নিয়ে জেডিএস নেতার সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস। তাদের তরফে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সে বিষয়টি নজরে আসার পরে বিদ্যুৎ সংস্থার তরফে ওই জায়গা খতিয়ে দেখা হয়। এরপর তারা ভারতীয় বিদ্যুৎ আইনের ১৩৫ ধারার অধীনে একটি মামলা দায়ের করে।
যদিও বিদ্যুৎ চুরির অভিযোগ অস্বীকার করেছেন কুমারস্বামী। তিনি দাবি করেছেন, তিনি এই কাজ করেননি বা করার নির্দেশ দেননি যে সংস্থাকে ডেকোরেটরের দায়িত্ব দিয়েছিলেন সেই সংস্থা এই কাজ করেছে। তিনি জানার পরে সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ সরিয়ে দিয়ে বাড়ির মিটার বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে, এ নিয়ে কুমারস্বামীকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কংগ্রেস কটাক্ষ করে বলেছে, জেডিএস নেতার ‘গৃহ জ্যোতি’ প্রকল্পের জন্য আবেদন করা উচিত ছিল। এই প্রকল্পে মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করে সরকার। তিনি এই প্রকল্পের জন্য আবেদন করলে তাঁকে আর বিদ্যুৎ চুরি করতে হত না।তবে এই কটাক্ষের জবাবে কুমারস্বামী বিষয়টিকে তুচ্ছ উল্লেখ করেছেন। কংগ্রেস অতিরিক্ত নাটক করছে বলে পালটা তিনি কটাক্ষ করেছেন।