দুই সন্তান নীতি নিয়ে কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার হিমন্ত বলেন রাজ্যে দুই সন্তান নীতি লাগু করা হলে তা মানতে হবে সকলকে। আর তা অমান্য করলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। অসম সরকারের সমস্ত প্রকল্পের ক্ষেত্রে অবশ্য এখনই লাগু করা যাবে না প্রস্তাবিত জনসংখ্যা নীতি সংক্রান্ত বিধিনিষেধ। কারণ অনেক প্রকল্পই কেন্দ্র থেকে আসে। সেই প্রকল্পের ক্ষেত্রে অসম সরকার কোনও বিধিনিষেধ লাগু করতে পারবে না।
হিমন্ত জানান, অসম সরকার যখন আবাস যোজনা চালু করবে, তখন কেউ যদি দুই সন্তান নীতি না মানেন, তাহলে তিনি সেই যোজনার সুফল পাবেন না। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সেই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। তবে ধীরে ধীরে অসম সরকারের আনা সকল প্রকল্পের ক্ষেত্রেই বিধিনিষেধ লাগু করা হবে। মূলত দুই সন্তান নীতি মানতে সবাইকে বাধ্য করতেই এই কড়াকড়ি।
এদিকে হিমন্ত বিশ্ব শর্মার ভাই-বোনের সংখ্যা ৪। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। তবে এরও জবাব দিয়েছেন হিমন্ত। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, '১৯৭০-এ দশকে আমাদের মা-বাবারা কী করেছেন, তা নিয়ে এখনও আলোচনা করার কোনও মানে হয় না। বিরোধীরা মনে হয় আণাদের রাজ্যকে ফের ১৯৭০-এর দশকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে।'