২০১৭ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই। এয়ার ইন্ডিয়ার বিমান লিজ দেওয়া নিয়ে সেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। এদিকে ইউপিএ জমানায় প্রফুল প্যাটেল ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। এই আবহে কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে আসেন মারাঠাভূমের এই রাজনীতিবিদ। তবে সম্প্রতি এই মামলায় সিবিআই নাকি একটি 'ক্লোজার রিপোর্ট' পেশ করেছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের কোনও ভিত্তি মেলেনি তদন্তে। এই মামলার তদন্তকারী অফিসারকে আগামী ১৫ এপ্রিল তলব করেছে আদালত। (আরও পড়ুন: আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত)
আরও পড়ুন: সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর
আরও পড়ুন: 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের
এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্লিনচিট দিলেও সেই ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হবে কি না, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ সিবিআই আদালত। এদিকে এই ঘটনার পরই বিজেপিকে 'ওয়াশিং মেশিন' আখ্যা দিয়ে ফের একবার আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই ঘটনা প্রসঙ্গে লেখে, 'আপনারা ক্রোনোলজি বুঝুন। ২০১৭ সালের মে মাসে সিবিআই একটি কেস রেজিস্টার করল প্রফুল প্যাটেলের বিরুদ্ধে। ২০২৩ সালের জুলাই মাসে শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে প্রফুল প্যাটেল যোগ দেন এনডিএ। আর ২০২৪ সালের ২৮ মার্চ সিবিআই তাঁকে ক্লিনচিট দিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেন, আগে চোর চুরি করলে জেলে যেত, আর এখন চোর চুরি করলে বিজেপিতে যায়।' (আরও পড়ুন: মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK)
আরও পড়ুন: আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে
উল্লেখ্য, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে দু'টি মামলায় তদন্ত করছিল সিবিআই। একটি মামলায় বোয়িংয়ের থেকে ১১১টি বিমান কেনায় অনিয়মের অভিযোগ ওঠে। এই বিমান কেনার জন্যে বিদেশি ও ভারতীয় ব্যাঙ্কের থেকে এত ঋণ নেওয়া হয়েছিল যে সংস্থার ব্যালেন্স শিট বিগড়ে গিয়েছিল তাতে। এদিকে অপর একটি এফআইআর-এ অভিযোগ ছিল, সরকারের বাইরের কিছু লোকের সঙ্গে মিলে মন্ত্রকের আধিকারিকরাই ঘোটালা করেছিল বিমান লিজের ক্ষেত্রে। এই বিমান লিজ নেওয়ার চুক্তি হয়েছিল ২০০৬ সালে।
আরও পড়ুন: ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর
এদিকে গতবছর প্রফুল প্যাটেল শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে অজিত পাওয়ারের সঙ্গে এনডিএ-তে যোগ দেন। এর আগে অবশ্য দলের উঁচু পদে বসানো হয়েছিল প্রফুল প্যাটেলকে। তিনি ইন্ডিয়া ব্লকের বেশ কিছু বৈঠকে শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলের সঙ্গে উপস্থিত ছিলেন। পরে বিদ্রোহ ঘোষণা করে তিনি অজিত পাওয়ারের সঙ্গে এনসিপি ভাঙিয়ে মহারাষ্ট্রের সরকারে যোগ দেন।