বাংলা নিউজ > ঘরে বাইরে > President's Election Candidate of BJP: BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী? এবারও অপেক্ষা কোনও চমকের

President's Election Candidate of BJP: BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী? এবারও অপেক্ষা কোনও চমকের

BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী

President's Election Candidate of BJP: এর আগে ২০১৭ সালেও বিহারের তৎকালীন রাজ্যপাল রাম নাথ কোবিন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি। এই আবহে এবারও বিজেপি প্রার্থী নিয়ে বড় চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীরা শরদ পাওয়ার থেকে ফারুক আবদুল্লাহ সহ অনেকের নাম নিয়েই আলোচনা করেছে। কিন্তু অপরদিকে ক্ষমতাসীন বিজেপি এখনও তাদের তুরুপের তাস প্রকাশ করেনি। এই আবহে মনে করা হচ্ছে বিজেপি এবার তাঁদের প্রার্থী ঘোষণা করে সবাইকে চমকে দিতে পারে। এর আগে ২০১৭ সালেও বিহারের তৎকালীন রাজ্যপাল রাম নাথ কোবিন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি।

এদিকে গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতারাও। সেখানে সম্মিলিত ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আম আদমি পার্টি (দিল্লি ও পঞ্জাবের ক্ষমতাসীন দল), তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (তেলাঙ্গানার ক্ষমতাসীন দল), YSRCP (অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল), শিরোমনি অকালি দল (পঞ্জাবের বিরোধী দল) এবং বিজেডির (ওড়িশার ক্ষমতাসীন দল) মতো দলগুলি বৈঠকে যোগ দেয়নি৷

এই আবহে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়, বামপন্থীরা বিরোধীদের আলোচনার অংশ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফা পদক্ষেপে খুশি নয়। বৈঠকে দুটি নাম প্রস্তাব করা হয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর নাম নিয়ে আলোচনা হয়েছিল। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) শিবির থেকে খুব বেশি খবর মিলছে না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, এনডিএ বনাম বিরোধী দলগুলির এই লড়াইয়ে এনডিএ-র জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এনডিএ রাষ্ট্রপতি নির্বাচনে কোবিন্দকে ফের দাঁড় করতে পারে বা অন্য একটি বিস্ময়কর বিকল্প সামনে নিয়ে এসে সবাইকে অবাক করে দিতে পারে। এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে কর্ণাটকের রাজ্যপাল এবং দলিত নেতা থাভার চাঁদ গেহলট, তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন এবং লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের নাম বিবেচনা করা হচ্ছে বিজেপির তরফে। আবার মুক্তার আব্বাস নকভির নামও সম্ভাব্যদের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.