বাংলা নিউজ > ঘরে বাইরে > President's Election Candidate of BJP: BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী? এবারও অপেক্ষা কোনও চমকের

President's Election Candidate of BJP: BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী? এবারও অপেক্ষা কোনও চমকের

BJP-র তরফে কে হতে চলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী

President's Election Candidate of BJP: এর আগে ২০১৭ সালেও বিহারের তৎকালীন রাজ্যপাল রাম নাথ কোবিন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি। এই আবহে এবারও বিজেপি প্রার্থী নিয়ে বড় চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীরা শরদ পাওয়ার থেকে ফারুক আবদুল্লাহ সহ অনেকের নাম নিয়েই আলোচনা করেছে। কিন্তু অপরদিকে ক্ষমতাসীন বিজেপি এখনও তাদের তুরুপের তাস প্রকাশ করেনি। এই আবহে মনে করা হচ্ছে বিজেপি এবার তাঁদের প্রার্থী ঘোষণা করে সবাইকে চমকে দিতে পারে। এর আগে ২০১৭ সালেও বিহারের তৎকালীন রাজ্যপাল রাম নাথ কোবিন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি।

এদিকে গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতারাও। সেখানে সম্মিলিত ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আম আদমি পার্টি (দিল্লি ও পঞ্জাবের ক্ষমতাসীন দল), তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (তেলাঙ্গানার ক্ষমতাসীন দল), YSRCP (অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল), শিরোমনি অকালি দল (পঞ্জাবের বিরোধী দল) এবং বিজেডির (ওড়িশার ক্ষমতাসীন দল) মতো দলগুলি বৈঠকে যোগ দেয়নি৷

এই আবহে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়, বামপন্থীরা বিরোধীদের আলোচনার অংশ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফা পদক্ষেপে খুশি নয়। বৈঠকে দুটি নাম প্রস্তাব করা হয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর নাম নিয়ে আলোচনা হয়েছিল। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) শিবির থেকে খুব বেশি খবর মিলছে না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, এনডিএ বনাম বিরোধী দলগুলির এই লড়াইয়ে এনডিএ-র জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এনডিএ রাষ্ট্রপতি নির্বাচনে কোবিন্দকে ফের দাঁড় করতে পারে বা অন্য একটি বিস্ময়কর বিকল্প সামনে নিয়ে এসে সবাইকে অবাক করে দিতে পারে। এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে কর্ণাটকের রাজ্যপাল এবং দলিত নেতা থাভার চাঁদ গেহলট, তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন এবং লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের নাম বিবেচনা করা হচ্ছে বিজেপির তরফে। আবার মুক্তার আব্বাস নকভির নামও সম্ভাব্যদের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম'

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.