বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: ‘মানুষের সঙ্গে নাড়ির টান ছিঁড়েছে কংগ্রেসের’,চিন্তন শিবিরে স্বীকারোক্তি রাহুলের

Rahul Gandhi: ‘মানুষের সঙ্গে নাড়ির টান ছিঁড়েছে কংগ্রেসের’,চিন্তন শিবিরে স্বীকারোক্তি রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  (PTI)

Rahul Gandhi in Congress Chintan Shivir: এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং মানুষের সঙ্গে সংযোগ পুনরুজ্জীবিত করতে হবে এবং। আমরা এই সংযোগকে শক্তিশালী করতে হবে। এর কোনও শর্টকাট নেই। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।’

বিগত বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে হারের মুখে পড়তে হয়েছে কংগ্রেস। পঞ্জাবের মতো রাজ্যে আম আদমি পার্টির ঝাড়ুর ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস। এই আবহে ২০২৪ সালের লোকসভা এবং আসন্ন বিধানসভা নির্বাচনগুলির নীল নকশা তৈরির জন্য কংগ্রেসের তরফে উদয়পুরে একটি চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই সভায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মেনে নিলেন যে কংগ্রেসের সঙ্গে আম জনতার সংযোগে বিচ্ছেদ ঘটেছে। তবে কংগ্রেসের ‘গণতান্ত্রিক মনোভাবের’ কথা তুলে ধরে দলের প্রশংসা করেন রাগা। পাশাপাশি তিনি দাবি করেন দলে অভ্যন্তরে সবার মতামত প্রকাশের অধিকার রয়েছে বলেই কংগ্রেকে বারংবার আক্রমণ করা হয়।

এদিন পেগাসাস প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে রাগা বলেন, ‘পেগাসাস কোনও সফটওয়্যার নয়, এটি দেশের রাজনৈতিক শ্রেণিকে নীরব করার একটি উপায়, রাজনৈতিক কথোপকথনকে শ্বাসরোধ করার একটি উপায়।’ রাগা বলেন, ‘আমি সমস্ত কংগ্রেস কর্মী ও নেতাদের বলতে চাই যে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। এ দেশ সত্যে বিশ্বাসী। আমি আমার বাকি জীবন আপনার সঙ্গে আছি। আর আমি আপনাদের সাথে দাঁড়িয়ে এই লড়াই লড়ব।’ রাহুল এদিন বলেন, ‘কংগ্রেস সবাইকে মতামত প্রকাশের সুযোগ দেয় বলেই দলের উপর এত আক্রমণ।’ তিনি প্রশ্ন করেন, ‘এই দেশের আর কোনও রাজনৈতিক দল এই ধরনের কথোপকথনের অনুমতি দেবে? অবশ্যই, বিজেপি এবং আরএসএস এমন কিছু হতে দেবে না। ভারত রাজ্যগুলির একটি ইউনিয়ন, ভারতের জনগণ একত্রিত হয়ে ইউনিয়ন গঠন করে।’ 

এদিকে এদিন কংগ্রেস নেতা বলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ ভেঙে গিয়েছে এবং মানুষের সঙ্গে সংযোগ পুনরুজ্জীবিত করতে হবে এবং। আমরা এই সংযোগকে শক্তিশালী করতে হবে। এর কোনও শর্টকাট নেই। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।’ রাহুল এদিন আরও বলেন, ‘সিনিয়র নেতারা আমাদের দিক নির্দেশনা দেখিয়েছেন এবং নীতি, চিন্তাভাবনা, রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে কংগ্রেস পার্টিকে কোথায় যেতে হবে সেটা অনেক স্পষ্ট হয়েছে।’ এদিন রাহুল গান্ধী বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো ইস্যু তুলে ধরেও কেন্দ্রকে তোপ দাগেন।

বন্ধ করুন