বাংলা নিউজ > ঘরে বাইরে > 'প্রধানমন্ত্রী মোদী আমায় সরাসরি অপমান করেছেন', সংসদে নেহরু পদবী প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে পাল্টা বার্তা রাহুলের

'প্রধানমন্ত্রী মোদী আমায় সরাসরি অপমান করেছেন', সংসদে নেহরু পদবী প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে পাল্টা বার্তা রাহুলের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।. (ANI) (HT_PRINT)

রাহুলের অভিযোগ, সংসদে রাখা তাঁর বক্তব্যের কিছু অংশ ছেঁটে ফেলা হল, অথচ প্রধানমন্ত্রীর তরফে নেহরু পদবী নিয়ে করা মন্তব্যকে রেখে দেওয়া হল। রাহুলের দাবি, এই পদবী প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য ‘অপমানজনক’।

সদ্য সংসদে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্যে তিনি তুলে ধরেন আদানি প্রসঙ্গ। আদানি ইস্যুতে মোদী সরকারকে তোপ দেগে তিনি নিশানা তাক করেন। পরবর্তীতে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। আর সেই বক্তব্যে তিনি নেহরু পদবী প্রসঙ্গ। মোদীর সেই বক্তব্যের ইস্যুতে পাল্টা মুখ খুলে রাহুল গান্ধী তোপ দাগেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী আমাকে সরাসরি অপমান করেছেন।’

রাহুল গান্ধী, নেহরু প্রসঙ্গে রাখা নরেন্দ্র মোদীর বক্তব্যের নিরিখে বলেন, ‘উনি (নরেন্দ্র মোদী) বলেছেন, আপনার (রাহুল গান্ধী) পদবী কেন গান্ধী, কেন নেহরু নয়।’ রাহুল ফের একবার আদানি ইস্যুতে মোদীকে নিশানা করেন। তিনি বলেন, সংসদে ভাষণের সময় জল খেতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর হাত কাঁপছিল। রাহুলের অভিযোগ, সংসদে রাখা তাঁর বক্তব্যের কিছু অংশ ছেঁটে ফেলা হল, অথচ প্রধানমন্ত্রীর তরফে নেহরু পদবী নিয়ে করা মন্তব্যকে রেখে দেওয়া হল। রাহুলের দাবি, এই পদবী প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য ‘অপমানজনক’। রাহুল বলেন, ‘আমার বক্তব্যের অংশ সরিয়ে দেওয়া হল। আমি কাউকে অপমান করিনি। আমি যা বলেছি, তার নিরিখে প্রমাণ পেশ করেছি।’ রাহুল দাবি করেছেন, তাঁর বক্তব্যের নিরিখে যে প্রমাণ তিনি দিয়েছিলেন, সেই প্রমাণের অংশ ছেঁটে ফেলা হয়েছে সংসদের রেকর্ড থেকে। আর তা নিয়ে তিনি লোকসভার স্পিকারকে চিঠিও লেখেন। (ত্রিপুরার ভোটে ত্রিমুখী লড়াইয়ে চমক কি আনতে পারে মোথা পার্টি? সমীকরণ একনজরে )

এদিকে, রাহুল একধাপ এগিয়ে বলেন,'দেশের প্রধানমন্ত্রী সরাসরি আমাকে অপমান করেছেন কিন্তু তাঁর বক্তব্যকে রেকর্ড থেকে সরানো হয়নি। তিনি বলেছেন কেন আপনার পদবী গান্ধী, কেন নেহরু নয়।' রাহুল গান্ধীর অভিযোগ,'মোদী মনে করেন তিনি খুব ক্ষমতাশালী, আর মানুষ তাঁকে ভয় করেন। তিনি এটা বুঝতেই পারছেন না যে, সেটা হবে শেষ জিনিস যে আমি নরেন্দ্র মোদীকে ভয় পাই।' রাহুল বলেন, দিনের শেষে সত্যিটা সামনে আসবে। সংসদে ভাষণের সময় রাহুলের মুখ ও নরেন্দ্র মোদীর মুখের অভিব্যক্তি থেকেই তা প্রকাশিত বলেও দাবি করেন রাহুল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

বন্ধ করুন