বাংলা নিউজ > ঘরে বাইরে > Raid On Donald Trump's Home: ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে FBI-এর হাতে ‘টপ সিক্রেট’ নথি

Raid On Donald Trump's Home: ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে FBI-এর হাতে ‘টপ সিক্রেট’ নথি

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (REUTERS)

মার্কিন গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে।

নির্বাচনে হারের পরই ফলাফল না মানার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাঁর প্ররোচণায় মার্কিন কংগ্রেসে হামলা চালানো হয়েছিল। ট্রাম্প পেন্টাগনের মাধ্যমে আমেরিকার সব ব্যালট বাজেয়াপ্ত করার পরিকল্পনা পর্যন্ত কষেছিলেন বলে দাবি করা হয়েছিল রিপোর্টে। এই আবহে সম্প্রতি ট্রাম্পের বাসভবনে হানা দেয় এফবিআই। তল্লাশি অভিযান চলাকালীন ‘টপ সিক্রেট’ চিহ্নিত নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

মার্কিন গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘনের প্রেক্ষিতেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। ওয়ারান্টের ভিত্তিতে ট্রাম্পের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা সামগ্রী ও নথি প্রকাশ কারর ঘোষণ করেছেন ফ্লোরিডার এক বিচারক। আচমকা গোয়েন্দা তল্লাশি ঘিরে রাজনৈতিক তরজা ক্রমে বাড়ছে আমেরিকায়। রিপাবলিকান দলের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই অভিযান হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে ফের একবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হতে পারেন ট্রাম্প। তার জন্য জমি তৈর করার কাজে নেমেও পড়েছেন ট্রাম্প। এরই মাঝে পুরোনো ঘটনা সংক্রান্ত তদন্তে অস্বস্তিতে পড়েছে।

এর আগে সোমবার ফ্লরিডার পাম সৈকতে ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো রিসর্টে অভিযান চালান মার্কিন গোয়েন্দারা। সেদিন অবশ্য ট্রাম্প ছিলেন নিউইয়র্কে। পরে অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সরকারি তদন্তে সব সময় সহায়তা করেছি। কিন্তু প্রেসিডেন্ট পদে থাকা কোনও ব্যক্তির বাড়িতে এ ভাবে নোটিস ছাড়া তল্লাশি চালানোর ঘটনা মার্কিন ইতিহাসে নজিরবিহীন।’ ট্রাম্প আরও বলেন, ‘ তৃতীয় বিশ্বের দেশগুলিতে এমনভাবে না জানিয়ে তল্লাশি চালানো হয়। আমেরিকাও এখন সেই পর্যায়ে নেমে গিয়েছে। ’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, হোয়াইট হাউজে থাকার সময় নিয়মিত কাগজপত্র বাথরুম থেকে ফ্লাশ করে নষ্ট করে দিতেন ট্রাম্প।

বন্ধ করুন