ভারতে মোট ৬,১০৮টি রেলস্টেশনে RailTel-এর পাবলিক Wi-Fi রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা নেহাত্ কম নয়। প্রায় ১১ লক্ষ ব্যক্তি এই ওয়াই-ফাই ব্যবহার করেন। স্টেশনে ইন্টারনেট ব্যবহার করা জন্য যাত্রীদের অনেকেই এই নেটওয়ার্কে যুক্ত হন।
1/6Wi-Fi থেকেও আয় করতে চাইছে রেল। দেশের ৬,১০০টিরও বেশি রেল স্টেশনে RailTel ওয়াই-ফাই রয়েছে। এবার সেটি 'মনেটাইজ' করার জন্য এক প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল। ৩ জানুয়ারি ২০২৩ এই বিষয়ে জানিয়েছে রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/6রেল মন্ত্রকের অধীনস্থ একটি PSU হল RailTel । রেলটেল জানিয়েছে, মুম্বইয়ের তথ্যপ্রযুক্তি সংস্থা 3i ইনফোটেক লিমিটেডের নেতৃত্বের এক কনসোর্টিয়ামকে একটি বরাত দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/6এই কনসোর্টিয়ামের অন্যান্য সদস্য সংস্থা হল, ফরেনসিক ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যান্ড সিকিউরিটি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (FISST) এবং ইয়েলো Inc. । ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
4/6
কীভাবে Wifi থেকে আয় করবে রেল? এর মাধ্যমে মূলত টার্গেট অ্যাড দেওয়া হবে। রেল যাত্রীরা স্টেশনে থাকাকালীন এই বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা ব্যবহার করেন। সেটিই কাজে লাগালে রেল। এই চুক্তির জন্য 3i ইনফোটেক-এর কনসোর্টিয়াম RailTel-কে প্রতি বছর ১৪ কোটি টাকা, অথবা মোট রেভেনিউ-এর ৪০ শতাংশ দেবে। এর মধ্যে যেটির অঙ্ক বেশি হবে, সেটিই রেলটেলকে দিতে হবে সংস্থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
(PTI)
5/6ভারতে এই প্রথম কোনও পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের ইউজার বেস দীর্ঘমেয়াদের জন্য মনেটাইজ করা হচ্ছে। ভারতে মোট ৬,১০৮টি রেলস্টেশনে RailTel-এর পাবলিক Wi-Fi রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা নেহাত্ কম নয়। প্রায় ১১ লক্ষ ব্যক্তি এই ওয়াই-ফাই ব্যবহার করেন। স্টেশনে ইন্টারনেট ব্যবহার করা জন্য যাত্রীদের অনেকেই এই নেটওয়ার্কে যুক্ত হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/6সেপ্টেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকে রেলটেল মোট ৪৪০ কোটি টাকার আয় করেছে। এদিকে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ৩৮৫ কোটি টাকার মোট আয় করেছিল রেলটেল। অর্থাত্ মাত্র কয়েক মাসের ব্যবধানেই মোট আয় ১৪% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)