RailTel: Wi-Fi ব্যবহারকারীদের ফোনে বিজ্ঞাপন চালিয়ে বছরে ১৪ কোটি কামাবে রেল
Updated: 04 Jan 2023, 06:54 PM ISTভারতে মোট ৬,১০৮টি রেলস্টেশনে RailTel-এর পাবলিক Wi-Fi রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা নেহাত্ কম নয়। প্রায় ১১ লক্ষ ব্যক্তি এই ওয়াই-ফাই ব্যবহার করেন। স্টেশনে ইন্টারনেট ব্যবহার করা জন্য যাত্রীদের অনেকেই এই নেটওয়ার্কে যুক্ত হন।
পরবর্তী ফটো গ্যালারি