বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajya Sabha: কেন্দ্রীয় মন্ত্রী RCP Singh-কে টিকিট দিল না জেডি(ইউ), বিতর্ক তুঙ্গে

Rajya Sabha: কেন্দ্রীয় মন্ত্রী RCP Singh-কে টিকিট দিল না জেডি(ইউ), বিতর্ক তুঙ্গে

কেন্দ্রীয় স্টিল দফতরের মন্ত্রী আরসিপি সিং। (Photo by Santosh Kumar / Hindustan Times) (HT_PRINT)

জেডিইউ তাৎপর্যপূর্ণভাবে খিরু মাহাতোকে টিকিট দিচ্ছে। তিনি জেডিইউ ঝাড়খন্ড ইউনিট সদস্য। জেডিইউর সর্বভারতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, তিনি একজন সাধারণ গরিব পার্টি কর্মী। এভাবেই আমরা সাধারণ পার্টি কর্মীকেও সম্মান জানাচ্ছি যাঁরা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন।

বিজয় স্বরূপ

কেন্দ্রীয় মন্ত্রী  আরসিপি সিংকে রাজ্যসভা ভোটে লড়ার জন্য় আর টিকিট দিল না জেডি(ইউ)। আগামী ১০ জুন ভোট হবে। তার আগে যাবতীয় জল্পনায় জল ঢেলে ঝাড়খন্ডের প্রাক্তন বিধায়ক খিরু মাহাতোকে টিকিট দিয়েছে জেডিইউ। এদিকে আরসিপি সিংকে টিকিট না দেওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও তাঁর ঠাঁই পাওয়া অনিশ্চিত হয়ে গেল।

তবে জেডিইউ নেতা উপেন্দ্র খুসওয়া জানিয়েছেন আরসিপি সিং আমাদের শ্রদ্ধেয় নেতা। মুখ্যমন্ত্রীর পরেই কাউকে যদি আমরা শ্রদ্ধা করি তবে তিনি আরসিপি সিং।

এদিকে জোটসঙ্গী বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করতেই জেডি(ইউ) তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। এদিকে বর্তমান এমপি সতীশ চন্দ্র দুবেকে ফের টিকিট দেওয়া হচ্ছে দ্বিতীয়বারের জন্য। তবে অপর এমপি গোপাল নারায়ণ সিংকে এবার টিকিট দেওয়া হচ্ছে না। সেই জায়গায় শম্ভূ শরণ প্যাটেল এবার টিকিট পাচ্ছেন। অন্যদিকে ধনুক ভোটকে নিজেদের দিকে টানতেই প্যাটেলকে টিকিট দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে জেডি(ইউ) তাৎপর্যপূর্ণভাবে খিরু মাহাতোকে টিকিট দিচ্ছে। তিনি জেডি(ইউ) ঝাড়খন্ড ইউনিট সদস্য। জেডিইউর সর্বভারতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, তিনি একজন সাধারণ গরিব পার্টি কর্মী। এভাবেই আমরা সাধারণ পার্টি কর্মীকেও সম্মান জানাচ্ছি যাঁরা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমরা বিহারের বাইরেও এবার সংগঠনকে বিস্তার করতে চাই।

অন্যদিকে এর আগে অনিল হেগড়ে নামে অপর প্রবীন নেতৃত্বকে জেডি(ইউ) এর আগে রাজ্যসভায় পাঠিয়েছিল। কিং মহেন্দ্রর প্রয়াণের পরে এই আসনটি শূন্য হয়েছিল।

বন্ধ করুন