বাংলা নিউজ > ঘরে বাইরে > থানার নাম 'Chutia', মুখে আনা যায় না, বদলে ফেলুন, প্রশাসনকে চিঠি বাসিন্দাদের

থানার নাম 'Chutia', মুখে আনা যায় না, বদলে ফেলুন, প্রশাসনকে চিঠি বাসিন্দাদের

থানার নাম বদলের দাবি বাসিন্দাদের। প্রতীকী ছবি (PTI) (HT_PRINT)

ঝড় উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, এই নামটা নিয়ে মানুষজন খুব লজ্জিত। এটা বদলে ফেললেই তো হয়। অপর একজন লিখেছেন এই নামটা চুতিয়া না বলে চুটিয়া বললেই তো মিটে যায়। অপর একজন লিখেছেন অসমিয়াতে আমরা এই নামটি সুতিয়া বলে ডাকব। কারণ অসমিয়াতে কোনও চ নেই।

নামে কি এসে যায়? কিন্তু কিছু ক্ষেত্রে নামেও এসে যায়। এই যেমন ঝাড়খণ্ডের রাঁচির চুতিয়া (Chutia) এলাকার বাসিন্দাদের। কেউ আবার চুটিয়া বলেও ডাকেন। হিন্দিতে একটি চলতি অস্বস্তিকর শব্দের সঙ্গে জায়গার নামের হুবহু মিল। আর তাতেই চরম অস্বস্তিতে বাসিন্দারা। থানার নামও ওই নামে। কারোর কাছে বলতেও লজ্জা পান বাসিন্দারা। অগত্যা জেলা প্রশাসনের কাছে তাঁরা চিঠি লিখে জানিয়েছেন , থানার নামটা অন্তত বদলে দিন।

কিন্তু নাম বদলাবেন কি না সেটা পরের কথা। কিন্তু এই চিঠিকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় বেজায় হাসি মস্করা শুরু হয়ে গিয়েছে। সংবাদপত্রে এনিয়ে খবর বের হতেই একেবারে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। নানা ধরনের মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখেছেন বেশ মজার তো বিষয়টা।

 

কেউ বলছেন, নামটা বদলে ফেলাই ভালো। একজন লিখেছেন, কেউ তো আছেন যার বাড়ি ছিল চুতিয়ায় ও যিনি আমার ব্যাচমেট। অপর একজন লিখেছেন, টেকনিকালি আমারও বাড়ি চুতিয়ায়। আমার থানা এলাকা ছিল ওটাই।

অপর একজন লিখেছেন, এই নামটা নিয়ে মানুষজন খুব লজ্জিত। এটা বদলে ফেললেই তো হয়। অপর একজন লিখেছেন এই নামটা চুতিয়া না বলে চুটিয়া বললেই তো মিটে যায়। অপর একজন লিখেছেন অসমিয়াতে আমরা এই নামটি সুতিয়া বলে ডাকব। কারণ অসমিয়াতে কোনও চ নেই।

বন্ধ করুন