'@paytm' ইউপিআই হ্যান্ডেল ব্যবহারকারী পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের কি অন্য ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া যাবে? 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন ইন্ডিয়া' (এনপিসিআই)-কে সেই কাজটা করার পরামর্শ দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। যাতে আর্থিক লেনদেনের দুনিয়ায় কোনওরকম বিভ্রাট না হয়, তা নিশ্চিত করতেই আরবিআইয়ের তরফে সেই পদক্ষেপ করা হয়েছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। অর্থাৎ যে গ্রাহকরা পেটিএম ইউপিআই ব্যবহার করেন এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আছে, তাঁদের যাতে আগামী ১৫ মার্চের পরে লেনদেন থমকে না যায়, সেটা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।
শুক্রবার আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ মার্চের পরে যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে না, তাই '@paytm' ইউপিআই হ্যান্ডেল ব্যবহারকারীদের কোনওরকম ঝঞ্জাটবিহীন ডিজিটাল লেনদেনের জন্য কয়েকটি বাড়তি পদক্ষেপ করতেই হবে। সেই পরিস্থিতিতে পেটিএম অ্যাপের ইউপিআই লেনদেন চালু রাখতে 'থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার' (টিপিএপি) হওয়ার জন্য যে আবেদন জানিয়েছে ওয়ান৯৭ কমিউনিকেশনস, তা এনপিসিআইকে খতিয়ে বলা হয়েছে বলে জানিয়েছে আরবিআই।
সেইসঙ্গে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওয়ান৯৭ কমিউনিকেশনসকে যদি 'থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার' হয়ে ওঠার ছাড়পত্র দেওয়া হয়, তাহলে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে '@paytm' হ্যান্ডেলগুলিকে এমনভাবে অন্য ব্যাঙ্কে সরিয়ে যেতে হবে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনও বিভ্রাট না হয়। যে ওয়ান৯৭ কমিউনিকেশনসের হাতে পেটিএম ব্র্যান্ড আছে। আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ৪৯ শতাংশ শেয়ার আছে ওয়ান৯৭ কমিউনিকেশনসের।
আরবিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, যে গ্রাহকরা ইতিমধ্যে যুক্ত আছেন, তাঁদের যতক্ষণ সেই নয়া ব্যাঙ্কে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণ সংশ্লিষ্ট 'থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার'-এ নয়া কোনও গ্রাহক যুক্ত হতে পারবেন না। অর্থাৎ সেইসময় ইউপিআইয়ের জন্য কোনও নতুন গ্রাহককে যুক্ত করতে পারবে না পেটিএম।
ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, 'কোনওরকম ঝঞ্জাট ছাড়াই যাতে '@paytm' ইউপিআই হ্যান্ডেলকে অন্য কোনও ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেজন্য চার-পাঁচটি ব্যাঙ্ককে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্কের শংসাপত্র দিতে পারে এনপিসিআই। যা বড় অঙ্কের ইউআইপি লেনদেনের ক্ষেত্রে সফল হয়েছে।' সেইসঙ্গে যে মার্চেন্টরা পেটিএম কিউআর কোড ব্যবহার করছেন, তাঁদের জন্য এক বা একাধিক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্কে (পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ছাড়া) একটি অ্যাকাউন্ট খুলে দিতে পারে ওয়ান৯৭ কমিউনিকেশনস।
বিশেষজ্ঞদের বক্তব্য, সেই পদক্ষেপের ফলে ১৫ মার্চের পরেও গ্রাহকরা তাঁদের পেটিএম অ্যাপ ব্যবহার করে স্ক্যান করে টাকা দিতে পারবেন এবং 'মার্চেন্ট'-রা টাকা নেওয়ার জন্য পেটিএম কিউআর কোড দেখাতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে থাকা যাবে না। তবে যে গ্রাহকদের ইউপিআই হ্যান্ডেল ‘@Paytm’ নয়, তাঁদের ক্ষেত্রে এরকম কোনও পদক্ষেপ করতে হবে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই।