আফগানিস্তানে হিন্দু ও শিখদের সম্পত্তির অধিকারকে প্রতিষ্ঠিত করা নিয়ে তালিবান সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি এনিয়ে মতামত জানিয়েছেন। সেই সঙ্গেই সিরিয়ায় ইরানিয়ান দূতাবাসে ইজরায়েলের হামলা নিয়েও ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এই ঘটনায় ১৩জনের মৃত্যু হয়েছে। তার মধ্য় ৭জন সেনা আধিকারিক ইরানের ও ৬জন সিরিয়ার নাগরিকের মৃত্য়ু হয়েছে।
রণধীর জয়সওয়াল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন। পশ্চিম এশিয়ায় এই অশান্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। এর জেরে আরও হিংসার উদ্রেক হতে পারে। স্থিতিশীলতা নষ্ট হতে পারে।
সেই সঙ্গেই তালিবান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন তিনি। তিনি জানিয়েছেন, যদি তালিবান সরকার হিন্দু ও শিখদের সম্পত্তির অধিকারকে আফগানিস্তানে মেনে নেয় তবে এটা একটা ইতিবাচক উন্নতি।
প্রসঙ্গত আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই নাগরিক অধিকার বিঘ্নিত। তালিবানরা আফগানিস্তান দখল করার পর থেকেই এই ভয়াবহ পরিস্থিতি। তবে এবার সেখানে হিন্দু ও শিখদের সম্পত্তির অধিকারকে মেনে নেওয়া হচ্ছে বলে খবর। এনিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক।