দিল্লির বুকে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ফ্রিজ থেকে। রাজধানীর হাড়হিম করা নিকি যাদব হত্যাকাণ্ড, শ্রদ্ধা হত্যার রেশ কাটতে না কাটতেই ঘটে গিয়েছে। দুটি পর পর ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে লিভ ইন রিলেশনশিপ-এ একজন মহিলা কতটা নিরাপদ? এই বিষয়ে এবার মুখ খুলে অভিভাবকদের কর্তব্য নিয়েও বেশ কয়েকটি বক্তব্য পেশ করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা।
দিল্লির কাশ্মীরি গেটের কাছে ঘটে যাওয়া নিক্কি যাদব হত্যাকাণ্ডে গোটা দিল্লি ত্রস্ত। লিভ ইন সম্পর্কের এমন পর পর করুণ পরিণতি নিয়ে নানান প্রশ্ন উঠছে। এদিকে, এই ইস্যুতে দিল্লি মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা পর পর টুইটে এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি সদ্য এক সাক্ষাৎকারে বলেন,'লিভ ইন সম্পর্কে মহিলারা নিরাপদ নন। শুধু ভারতেই নয়। লিভ ইন সম্পর্কের একটা ধারণা সারা বিশ্ব ঘিরেই গড়ে উঠছে, তবে ভারতের মেয়েরা কেন নিরাপদ নন? কারণ তাঁরা খোলাখুলি নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন না। বাবামায়ের দ্বারা তাঁদের চাপ দেওয়া হয় কোনও নির্দিষ্ট একজন ব্যক্তিকে বিয়ে করতে।' তিনি এই ভাবনা চিন্তা বদলের ডাক দেন। ( সোরোসের বক্তব্য 'মোকাবিলা'র বার্তা স্মৃতির, ‘থালি বাজানো’ নিয়ে পাল্টা তোপ মহুয়ার)
টুইটে রেখা শর্মা লেখেন, সন্তানকে ‘নিজের সম্পত্তি’ ভাবা থেকে বিরত থাকতে হবে বাবা মাকে। এছাড়াও তিনি বলছেন, বাড়ির পরিবেশ এমন হতে হবে যেখানে ‘ পরিবেশ যেন সন্তানকে সমর্থনযোগ্য হয়, যাতে মনের কথা খুলে বাবা মায়ের সাহায্য নিতে স্বস্তি বোধ করেন সন্তান।’ রেখা শর্মা বলছেন,'আমাদের এটা নিশ্চিত করতে হবে যাতে সন্তানদের সঙ্গে যোগ্য সম্মানের সঙ্গে ব্যবহার করা হয়, তাঁদের নিজের সম্পত্তি ভাবা থেকে বিরত থাকতে হবে। এমন ব্যবহারে সন্তানরা অনেক সময় নিজের কথা বলতে বা নিজের অনুভব ব্যক্ত করতে দ্বিধা বোধ করেন। এটা খুবই দরকার আমাদের সন্তানদের জন্য, বিশেষত তাঁরা যখন একটা বয়সে চলে আসেন। তাঁদের বন্ধু হিসাবে দেখতে হবে। তাঁদের অনুমতি দিতে হবে যাতে তাঁরা নিজের সমস্যার কথা খুলে বলেন। মনের দুঃখ, আনন্দ সমস্ত কিছু।'
নিক্কি হত্যাকাণ্ডে দিল্লির নজফগড় এলাকায় এক ধাবার ফ্রিজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঠিক এর আগে, শ্রদ্ধা হত্যাকাণ্ডে তাঁর বয়ফ্রেন্ড আফতাব পুনাওয়ালা গ্রেফতার হয়। পুলিশি জেরায় সে কবুল করে যে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে সেই টুকরো সে জঙ্গলে ফেলে দিয়েছে। এরপর উঠে আসে নিকির ঘটনা। সেখানে নিকি জানতে পারেন, তাঁর বয়ফ্রেন্ড সাহিল বিয়ে করতে চলেছেন। আর তারপরই সাহিলের সঙ্গে তাঁর বচসা হয় বলে পুলিশ সূত্রের দাবি। এরপরই নিকির দেহ উদ্ধার হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup