বাংলা নিউজ > ঘরে বাইরে > অরণ্যের পরিবেশে বিশ্রাম নিলেই কমে যাবে স্ট্রেস

অরণ্যের পরিবেশে বিশ্রাম নিলেই কমে যাবে স্ট্রেস

অরণ্যের পরিবেশে বিশ্রাম নিলেই কমে যাবে স্ট্রেস। ছবি ডয়চে ভেলে

বিজ্ঞানীদের হাতে প্রাথমিক তথ্য ইতোমধ্যেই এসে গিয়েছে৷ যেমন এক স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে জঙ্গলে হৃদস্পন্দন স্পষ্ট কমে গেছে৷ স্বাচ্ছন্দ্যবোধই এর কারণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ আরও একটি বিষয় পরীক্ষা করা হচ্ছে৷ মুখের লালার মধ্যে কর্টিসল হরমোন পরিমাপ করে স্ট্রেসের মাত্রা জানা যায়৷

শহুরে জীবনযাত্রায় দুঃখ, ক্রোধ বা ভয়ের অনুভূতি মানুষকে বেশ পীড়া দেয়৷ কিন্তু প্রকৃতির কোলে গেলে স্ট্রেস কমে গিয়ে স্বাচ্ছন্দ্যবোধ বেড়ে যায়৷ এক বৈজ্ঞানিক গবেষণায় শহর ও জঙ্গলে মানুষের অনুভূতির পার্থক্য বিশ্লেষণ করা হচ্ছে৷

বিজ্ঞানের খাতিরে তিনটি মানুষ এক পরীক্ষায় অংশ নিচ্ছেন৷ তাকিয়ে দেখা, শব্দ শোনা এবং ত্বকের উপর বাতাসের ছোঁয়া টের পাওয়াই তাদের দায়িত্ব৷ কেভিন রোসারিও ও ড. রেচেল ও তাদের পর্যবেক্ষণ করেন৷

প্রকৃতি কীভাবে শরীর ও মনের উপর প্রভাব রাখে, এই দুই গবেষক তা স্পষ্ট দেখাতে চান৷ মনোবিজ্ঞানী হিসেবে কেভিন রোসারিও প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, ‘বিশেষ করে উদ্বেগের লক্ষণ ও স্ট্রেস কীভাবে কমে যাচ্ছে, আমরা সে দিকে নজর রাখছি৷ সেইসঙ্গে মনোযোগের ক্ষমতাও বাড়ানো সম্ভব৷ একই সঙ্গে মনে রাখতে হবে যে, স্ট্রেস কিন্তু নানা রকম কার্ডিওভাসকুলার রোগের কারণ হতে পারে৷’’

গবেষকরা ছোট ছোট দলে স্বেচ্ছাসেবীদের শহরের উপকণ্ঠে এক জঙ্গলে নিয়ে গেছেন৷ বিশেষ পরিমাপ যন্ত্রের মাধ্যমে তাঁদের হৃদস্পন্দনের ওপর নজর রাখা হয়েছে৷ ড. রেচেল ও জানালেন, ‘এই যন্ত্র আসলে হৃদস্পন্দন পরিমাপ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটির পরিবর্তন চিহ্নিত করে৷ তখন আমরা সেই মানুষের স্ট্রেসের অনুভূতি টের পাই৷ কারণ হৃদস্পন্দনের হার যত কম হয়, স্ট্রেসের মাত্রা তত কম এবং স্বাচ্ছন্দ্যবোধ তত বেশি হয়৷ তারপর জঙ্গলে থাকলে এবং সেখানে না থাকলে দুই অবস্থার মধ্যে তুলনা করতে পারি৷’

বিজ্ঞানীদের হাতে প্রাথমিক তথ্য ইতোমধ্যেই এসে গিয়েছে৷ যেমন এক স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে জঙ্গলে হৃদস্পন্দন স্পষ্ট কমে গেছে৷ স্বাচ্ছন্দ্যবোধই এর কারণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ আরও একটি বিষয় পরীক্ষা করা হচ্ছে৷ মুখের লালার মধ্যে কর্টিসল হরমোন পরিমাপ করে স্ট্রেসের মাত্রা জানা যায়৷ সেই মাত্রা যত কম হয়, স্বাচ্ছন্দ্যবোধ ততই বেশি হয়৷

কিছু পরীক্ষার ফলের দিকে তাকালে একটা চিত্র উঠে আসে৷ লাল ও সবুজ মোটা রেখা প্রকৃতির সান্নিধ্যে আসার আগের ও পরের অবস্থা ফুটিয়ে তুলছে৷ প্রত্যেকটি ক্ষেত্রে কর্টিসলের মাত্রা কমে গেছে৷ অর্থাৎ সব স্বেচ্ছাসেবীই জঙ্গলে প্রবেশ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন৷

ঠিক কোন ধরনের জঙ্গলে মানুষ প্রবেশ করছে, তাতে কিছু এসে যায় না৷ গবেষকরা একবার জীববৈচিত্র্যে ভরা একটি জঙ্গলে পরিমাপ চালিয়েছিলেন৷ তারপর অপেক্ষাকৃত কম বৈচিত্র্যের দুটি জঙ্গলেও একই কাজ করেছিলেন৷ এমনকি শহরের মধ্যে, সবুজের একেবারে কোনও ছোঁয়া ছাড়াই জায়গায় মানুষ বসে থেকেছেন৷ কিন্তু পরীক্ষার ফল ছিল সত্যি বিস্ময়কর৷ সব ক্ষেত্রেই কর্টিসলের মাত্রা কমেছে৷ রোসারিও বলেন, ‘এ ক্ষেত্রে কেউ বলতেই পারেন, যে ২০ মিনিট ধরে বসে আরাম করে কিছুটা শান্তি পেয়ে সত্যি কাজ হয়েছে৷ তা সত্ত্বেও কিন্তু আমাদের মনে বিস্ময় দূর হয় নি৷ জঙ্গল ও শহরের পরিবেশের মধ্যে কোনো পার্থক্যই নেই, সেটি কী করে সম্ভব!’

কিন্তু স্বাচ্ছন্দ্যবোধের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য চোখে পড়েছে৷ প্রশ্নপত্র বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে যায়৷ যেমন প্রশ্ন করা হয়েছিল, শহরে অথবা জঙ্গলে দুঃখ, ক্রোধ বা ভয়ের অনুভূতি কেমন ছিল? কেভিন রোসারিও জানালেন, ‘জঙ্গলে উদ্বেগের লক্ষণ সত্যি অনেক কম ছিল৷ মানুষের মধ্যে আরও ইতিবাচক মনোভাব, অনেক কম নেতিবাচক মনোভাব দেখা গেছে৷ মনোযোগের ক্ষমতারও উন্নতি হয়েছে, এমনটাও মনে হচ্ছে৷’ আরও এক বছর ধরে গবেষণা চলবে৷ তবে প্রাথমিক ফলাফল এখনই দেখিয়ে দিচ্ছে যে বিশ্রাম নিলে স্বাচ্ছন্দ্যবোধের মাত্রা বেড়ে যায়৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

এই ৩টি কারণে ভারতের T20 বিশ্বকাপ দলে নটরাজনের সুযোগ পাওয়া উচিত টাক মাথা ভরে গেল চুলে! আজারউদ্দিনের ছেলের চেহারা বদলের ছবি অনলাইনে ভাইরাল সবেতেই মুসলিমদের সুবিধা দিতে চায় কংগ্রেস, কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তোপ BJP-র বিজেপির মহিলা কর্মীর গালে সপাটে চড় কষালেন তৃণমূল নেত্রী, তোলপাড় বালুরঘাট দুই উচ্চশিক্ষিত ভাইয়ের নিথর দেহ উদ্ধার ফ্ল্যাটে,খায়নি বহুদিন, বেকারত্বের জ্বালা? তামাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে অক্ষয়ের 'না', এবার শাহরুখ-অজয়ের সঙ্গে জুড়লেন টাইগার ভারতকে দুরমুশ করা বিশ্বকাপ ফাইনালের ব্যাটে ছিল না স্প্রিং,রয়েছে বাড়িতেই- পন্টিং কোনও দুর্নীতি হয়নি, সব বিজেপির চক্রান্ত, পিংলায় বললেন মমতা সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া শূন্য রানে ৭ উইকেট, T20I-তে বিশ্বরেকর্ড, সেরা ৫ বোলিং পারফর্ম্যান্সে চোখ রাখুন

Latest IPL News

সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.