বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে মন্দার পরিস্থিতি আরবিআই গভর্নরের এই মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আগেই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে আমজনতাকে সাবধান করেছিল।
1/6আগামিদিনে কোনও আর্থিক সঙ্কট হলে জন্য দায়ী হতে পারে ক্রিপ্টোকারেন্সি। এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেই দেখা দিতে পারে বড়সড় সমস্যা। বুধবার এক আলোচনায় যোগ দিয়ে এই কথা জানালেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। ডিজিটাল ব্যাঙ্কিং-এর জন্য সদ্য প্রচলিত ই-রুপি গ্রহণের আহ্বান জানান তিনি। (ছবি: রয়টার্স) (REUTERS)
2/6সামগ্রিক অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির বেশ কিছু অন্তর্নিহিত ঝুঁকি রয়েছে। বুধবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। উদাহরণ হিসাবে সাম্প্রতিক FTX কাণ্ডের উল্লেখ করেন। একেবারে দৃঢ় গলায় তিনি বলেন, 'আমার কথাগুলো লিখে রেখে দিন, ক্রিপ্টো যদি বৃদ্ধি পায়, পরবর্তী আর্থিক সংকট আসবে।' (ফাইল ছবি মিন্ট) (REUTERS)
3/6এর ব্যাখা করে তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সির কোনও অন্তর্নিহিত মূল্য নেই। 'এটি ১০০% অনুমানমূলক একটি কার্যকলাপ,' বলেন তিনি। (ছবি সৌজন্যে মিন্ট) (REUTERS)
4/6বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে মন্দার পরিস্থিতি আরবিআই গভর্নরের এই মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আগেই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে আমজনতাকে সাবধান করেছিল। ক্রিপ্টোকে কখনও স্বীকৃতিও দেওয়া হয়নি। FTX ঘটনাই প্রমাণ করে যে, RBI-এর এই সিদ্ধান্ত অমূলক ছিল না। ফাইল ছবি: এপি (REUTERS)
5/6RBI গভর্নর বলেন, সময়ের সঙ্গে আরও বহু দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা গ্রহণ করবে। প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি সবাই এড়িয়ে চলবে। চলতি মাসের শুরুতেই খুচরা ব্যবহারের জন্য পাইলট প্রকল্পে হিসাবে ই-রুপি চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
6/6ক্রিপ্টোকারেন্সির থেকে ই-রুপি সম্পূর্ণ আলাদা। ডিজিটাল মুদ্রা হল কাগজী নোটেরই একটি ডিজিটাল রূপ। এটি ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আগামিদিনে দেশজুড়ে এই ডিজিটাল মুদ্রার প্রসারে জোর দেবে আরবিআই। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)