বাংলা নিউজ > টেকটক > ডিজিটাল রুপি ও UPI-র মধ্যে কী পার্থক্য? কোনটা কীভাবে কাজ করে? বুঝে যান সহজেই

ডিজিটাল রুপি ও UPI-র মধ্যে কী পার্থক্য? কোনটা কীভাবে কাজ করে? বুঝে যান সহজেই

ডিজিটাল রুপি ও ইউপিআই-এর পার্থক্য জানেন? গ্রাফিক্স: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)

RBI-এর এই টোকেন-ভিত্তিক ডিজিটাল রুপির মাধ্যমে, একটি মোবাইল অ্যাপ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল মোডে টাকা পেমেন্ট করতে(বা গ্রহণ করতে) পারবেন। কিন্তু এখানেই অনেকে বিভ্রান্ত হচ্ছেন। অনলাইনে টাকা লেনদেনের জন্য তো ইতিমধ্যেই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) রয়েছে। তাহলে ডিজিটাল রুপির সঙ্গে UPI-এর পার্থক্যটা কী?

Digital Rupee vs UPI: সম্প্রতি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য ডিজিটাল রুপির খুচরা পাইলট প্রকল্প চালু হয়েছে। RBI-এর এই টোকেন-ভিত্তিক ডিজিটাল রুপির মাধ্যমে, একটি মোবাইল অ্যাপ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল মোডে টাকা পেমেন্ট করতে(বা গ্রহণ করতে) পারবেন। কিন্তু এখানেই অনেকে বিভ্রান্ত হচ্ছেন। অনলাইনে টাকা লেনদেনের জন্য তো ইতিমধ্যেই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) রয়েছে। তাহলে ডিজিটাল রুপির সঙ্গে UPI-এর পার্থক্যটা কী?

  • e-Rupi এবং UPI-এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হল, e Rupi জিনিসটা নিজেই ডিজিটাল আকারে একটি মুদ্রা। মানে আপনার যে কাগজের নোট, বা ধাতুর কয়েন, তারই একটি ডিজিটাল ফরম্যাট। সেটি আপনার মানিব্যাগে না থেকে, আপনার ফোনে থাকছে। আর সেটা বিনিময় করে দুই ব্যক্তি/প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে। ঠিক যেমন আপনি কাগজী নোট বা কয়েনে করে থাকেন।

এদিকে UPI একটি প্ল্যাটফর্ম মাত্র। সেটার মাধ্যমে ডিজিটালি লেনদেন করছেন। এমনটাই জানালেন আর্থিক বিশেষজ্ঞ অর্চিত গুপ্ত।

  • আপনি যখন UPI লেনদেন করেন, তখন মধ্যস্থতাকারী হিসাবে আপনার ব্যাঙ্ক কাজ করে। UPI অ্যাপে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করা হয়। সেটি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলা হয়।

বিশেষজ্ঞ নিধি আগরওয়াল একটি উদাহরণ দিয়ে বললেন, 'আপনি চাইলে কাগজী টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিতে পারেন। সেটি আপনার মানিব্যাগে রাখতে পারেন। এরপর তা দোকানে কেনাকাটা করার সময়ে দিতে পারেন। ডিজিটাল রুপিও একই রকম। খালি পার্থক্য এটাই যে, আপনি কাগজী টাকা না তুলে ডিজিটাল টাকা তুললেন। এবার সেটা মানিব্যাগের বদলে আপনার মোবাইলের ওয়ালেটে রাখলেন। পড়ুন: Digital Rupee-তে টাকা লেনদেনের ভোল বদলে যাবে, দাবি SBI চেয়ারম্যানের

এরপর ধরুন এটি নিয়ে দোকানে গেলেন। দোকানে এই ই-রুপি দিয়ে পেমেন্ট করলেন। তখন আপনার ওয়ালেট থেকে, দোকানদারের ওয়ালেটে এই টাকা স্থানান্তরিত হবে। এতে ব্যাঙ্কের কোনও গল্পই নেই। পুরোটাই সরাসরি আপনার ও দোকানদারের মধ্যে হচ্ছে। 

আপনি ই-রুপিতে ৫ টাকা পেমেন্ট করলে সেটা আপনার ফোনের ওয়ালেট থেকে কেটে দোকানদারের ওয়ালেটে যোগ হবে। এতে কিন্তু দু'জনেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন হচ্ছে না।

দোকানদার চাইলে পরে সেই ওয়ালেটের ডিজিটাল টাকা তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।

এদিকে UPI ব্যবহার করলে আপনি 'ভায়া' যান। অ্যাপের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দোকানদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়। ফলে এখানে ব্যাঙ্কের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অর্চিত গুপ্তের ব্যাখা, UPI একটি পেমেন্ট প্ল্যাটফর্ম মাত্র। তার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট-ব্যাঙ্কিং, মোবাইল ওয়ালেট ইত্যাদি ব্যবহার করে টাকা পেমেন্ট করতে হয়।

এর ফলে, টাকা লেনদেনের জন্য কোনও তৃতীয় পক্ষের উপর আপনাকে নির্ভরশীল হতে হবে না। লেনদেন চার্জ, ব্যাঙ্কের সার্ভারের সমস্যা, জালিয়াতির সম্ভাবনা- এই সবই হ্রাস করা যাবে। অনেক দ্রুত ও নিরাপদ পদ্ধতিতে দুই পক্ষের মধ্যে টাকা লেনদেন করা যাবে।

UPIই-রুপি
একটি প্ল্যাটফর্ম মাত্রটাকার ডিজিটাল রূপ
ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনলেনদেনের সময়ে ব্যাঙ্কের সঙ্গে কোনও সম্পর্ক নেই
সময়সাপেক্ষ ও ব্যাঙ্কের সার্ভারের উপর নির্ভরশীলদ্রুত এবং ব্যাঙ্কের সার্ভারের উপর নির্ভরশীল নয়

গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ডিজিটাল মুদ্রার পাইলট প্রকল্পের সূচনা হয়েছে(খবরটি পড়তে ক্লিক করুন)। প্রাথমিকভাবে চারটি শহর- মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, ভুবনেশ্বর এবং চারটি ব্যাঙ্ক- এসবিআই, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসিতে চালু করা হয়েছে। 

টেকটক খবর

Latest News

‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের যৌন হেনস্থা, অভিযুক্ত জাতীয় পুরস্কারজয়ী কোরিওগ্রাফার 'ওদের লেবেলে নামব না,ওটা আমার শিক্ষা নয়', দেবাংশু-কুণালকে মোক্ষম জবাব মৌসুমীর ‘‌বিজেপি–সিপিএম–কংগ্রেসকে ঝাঁটাপেটা করবেন’‌, জেলা তৃণমূল সভানেত্রীর মন্তব্যে বিত প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাই মন খারাপ নীরজের! বন্ধুর পাশে দাঁড়িয়ে বার্তা মনুর… অসমাপ্ত ব্যবসা: ইশান কিষানের বার্তা ঘিরে জল্পনা! BCCI-কে কিছু বলতে চাইলেন? এবার সদস্য সংগ্রহে ছাত্র সমাজ, বাংলায় নতুন সংগঠন, পুজোর আগেই বড় আন্দোলন ‘পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসে ফুটছে’!ছোট করে না দেখার পরামর্শ সানির… কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.