বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার জানিয়েছেন, অন্তত ১০০টি দেশ এটা ভেবেই অবাক হয়ে যায় যে যদি ভারতে মোদী সরকার না থাকে তবে কোথা থেকে তারা ভ্য়াকসিন (covid) পাবেন?
বারানসীর মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 'India's foreign policy: objective and characteristics'শীর্ষক একটি সেমিনারে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিন মৈত্রী অপারেশনে আমরা অন্তত ১০০টি দেশে টিকা পাঠিয়েছিলাম। ভারত তাদের নাগরিকদের প্রতি যত্নবান। কিন্তু ভারত গোটা বিশ্বকে ভোলে না। এখন একাধিক দেশ চিন্তা করে ওখানে ভারত আছে। মোদী আছেন। তিনি আমাদের সহায়তা করবেন। অন্তত ১০০ টি দেশে এই ধরনের একটি অনুভূতি রয়েছে যদি ভারতে মোদী সরকার না থাকে তবে আমরা কোথা থেকে ভ্য়াকসিন পাব?
সেই সঙ্গে অপারেশন গঙ্গার কথা উল্লেখ করেন তিনি। সেই অপারেশন গঙ্গাতে অন্তত ৯০টি ফ্লাইট ব্যবহার করা হয়েছিল। ইউক্রেন থেকে অন্তত ২০,০০০ পড়ুয়াকে বের করে এনেছিল ভারত। অপারেশন কাবেরীর আওতায় অন্তত ৫০০০ ভারতীয়কে সুদান থেকে নিয়ে আসা হয়েছিল। আপনারা কি ভাবতে পারেন এখানে যদি অন্য সরকার থাকত তবে কোনওদিন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসতে ৫জন মন্ত্রীকে নিয়োজিত করা হত? প্রশ্ন বিদেশমন্ত্রীর।
সেই সঙ্গে জয়শঙ্কর জানিয়েছেন, বন্দে ভারত অপারেশনের মাধ্যমে কোভিড অতিমারির সময় আমরা বিদেশ থেকে ৭০ লাখ প্রবাসীকে দেশে নিয়ে এসেছিলাম। সেকারণেই ভারতীয়রা জানেন মোদী এখানে আছেন, তিনি আমাদের দেখভাল করবেন।
সেই সঙ্গেই বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত অন্যান্য দেশের পাশেও সবসময় দাঁড়িয়েছে। ভূমিকম্পের সময় তুরস্ক ও নেপালের দুর্গত মানুষদের পাশে ছিল ভারত। সেই সঙ্গে সার্জিকাল স্ট্রাইকের কথাও উল্লেখ করেন তিনি।
২৬-১১ মুম্বইয়ের জঙ্গি হানার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। বিদেশমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে ও ২০১৪ সালের পরে ভারত কীভাবে জবাব দিত সেটা যদি তুলনা করেন তবে দেখবেন প্রচুর ফারাক। তিনি জানিয়েছেন, ২০২০ সালের চিনের চ্যালেঞ্জ রুখতে প্রচুর সেনাকে মোদী চিন সীমান্তে পাঠিয়ে দেন।
অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে একটা চাপ ছিল কিন্তু ভারত কোনও চাপের কাছে নতিস্বীকার করেনি। তবে আমি তাদের( বিদেশী রাষ্ট্র) পরিষ্কার বলে দিয়েছিলাম কোথা থেকে তেল কিনব সেটা আমরাই ঠিক করব।