আগামী দিনে ঠিক কতটা উন্নতি হতে পারে দেশের অর্থনীতির। তা নিয়ে বিরাট আশার কথা শোনাল এসবিআই রিসার্চ টিম। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতে মাথাপিছু আয় অন্তত সাতগুণ বৃদ্ধি পাবে। ভারত যখন ১০০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে তখন ভারতের নাগরিকদের মাথাপিছু আয়ও বিরাট বৃদ্ধি পাবে।
৭৭তম স্বাধীনতা দিবসে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। 'The Ascent of new middle Class in circular migration' সেখানে বলা হচ্ছে, মাথাপিছু আয় বর্তমানে যদি থাকে ২ লাখ টাকা, সেটা বেড়ে হয়ে যাবে ১৪.৯ লাখ টাকা।
তবে আয় বৃদ্ধির কথা জানিয়েছে এসবিআই। কিন্তু মূল্যবৃ্দ্ধি? তার কী হবে? এই দামেই থেকে ঠিক কতগুণ বেশি দামে আপনি চাল, ডাল, আলু, পটল কিনতে পারবেন? ২৪ বছর বাদে পরিস্থিতি ঠিক কী হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
তবে এনডিটিভি প্রতিবেদনে এব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক মূল্যবৃদ্ধি হবে। এটাই মোটামুটি গত ১০ বছরের গড়। সেক্ষেত্রে আপনি হয়তো সেই সময় ১৪.৯ লাখ টাকা আয় করতে পারেন। কিন্তু বাস্তবে সেই আয় হবে ৪ লাখ টাকা।
তবে কর প্রদান নিয়েও আশার কথা শুনিয়েছে এসবিআই। বিশেষজ্ঞ টিমের দাবি, কর দানের পরিমাণ প্রায় সাত গুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ এখন যদি কর দান করা হয় ২০২৩ আর্থিক বছরে ৭ কোটি টাকা। তবে ২০৪৭ সালে সেই আয় হবে ৪৮.২ কোটি টাকা।
ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়েও আশার কথা শুনিয়েছে SBI Research team। এই ইনকাম ট্যাক্স রিটার্নের পরিমাণ বেড়ে যেতে পারে ৩.৮ গুণ। ২০২৩ সালে মোট কর্মশক্তি মাত্র ২২.৪ শতাংশ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলেন। আর দাবি করা হচ্ছে ২০৪৭ সালে সেই ইনকাম ট্যাক্স রিটার্ন বেড়ে দাঁড়াবে ৮৫.৩ শতাংশ।