বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Judge vs Judge in Cal HC: দুই বেঞ্চের সংঘাতের জের, মেডিক্যালে ভরতির মামলা হাই কোর্ট থেকে সরিয়ে নিজের হাতে নিল SC

SC on Judge vs Judge in Cal HC: দুই বেঞ্চের সংঘাতের জের, মেডিক্যালে ভরতির মামলা হাই কোর্ট থেকে সরিয়ে নিজের হাতে নিল SC

সুপ্রিম কোর্ট।

আজকে শীর্ষ আদালত মেডিক্যাল ভরতি দুর্নীতি মামলায় জড়িত সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। এদিকে দুই বেঞ্চের সংঘাত প্রসঙ্গে শীর্ষ আদালত পর্যবেক্ষণে বলে, সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ নিয়ে যা হচ্ছে তা ঠিক নয়। আমরা এই নিয়ে কিছু বললে তাতে হাই কোর্টের গরিমা ক্ষুণ্ণ হবে।

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চের সংঘাতের জেরে মেডিক্যাল ভরতি সংক্রান্ত দুর্নীতি মামলা সরিয়ে দেওয়া হল কলকাতা হাই কোর্ট থেকে। এখন মামলাটি সরাসরি সুপ্রিম কোর্ট দেখবে বলে আজ নির্দেশ দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে মূলত এই মামলা ঘিরেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আবহে আজকে শীর্ষ আদালত মেডিক্যাল ভরতি দুর্নীতি মামলায় জড়িত সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। এদিকে দুই বেঞ্চের সংঘাত প্রসঙ্গে শীর্ষ আদালত পর্যবেক্ষণে বলে, সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ নিয়ে যা হচ্ছে তা ঠিক নয়। আমরা এই নিয়ে কিছু বললে তাতে হাই কোর্টের গরিমা ক্ষুণ্ণ হবে। তাই অন্য ভাবে এই সংঘাতের সমাধান সূত্র বের করব আমরা।

উল্লেখ্য, মেডিক্যাল কলেজে ভরতির অনিয়ম মামলায় বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এই নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যেই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। তখন বিচারপতি সৌমেন সেন বিচরপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর মৌখিক স্থগিতাদেশ দেন। এই মামলাটি বুধবার বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে ওঠে ফের একবার। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের মৌখিক স্থগিতাদেশের কথা জানতে পারেন। তখন তিনি জানান, স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র না পেলে তা মানা হবে না। সিবিআইকে তদন্ত শুরু করত নির্দেশ দেন তিনি।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, 'কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কি বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন? নইলে রায়ের কপি না দেখে কী করে আমার রায়ে স্থগিতাদেশ দিলেন তিনি? যে কেউ তাঁর এজলাসে গিয়ে এই আবদার করলে তিনি মানবেন তো? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তিনি। কেন তাঁর ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না?'

এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় লেখেন, বড়দিনের ছুটির আগে শেষ যে দিন আদালতের কাজ হয়, সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন জাস্টিস সেন। বিচরপতি সিনহাকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যত রয়েছে। তাই তাঁকে বিরক্ত করা যাবে না। বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এছাড়া বিচারপতি সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা খারিজ করতে বলেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য এবং নির্দেশনামায় এই সব দাবির বিষয়ে বিচারপতি সৌমেন সেনকে জানান পশ্চিনঙ্গের এজি কিশোর দত্ত। এই আবহে বিষয়টি প্রধান বিচারপতিকে জানানোর নির্দেশ দেন বিচারপতি সেন। ওদিকে নিজের নির্দেশনামায় বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতি সেনের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন তিনি। সেই কথা সুপ্রিম কোর্টের কানেও গিয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

সন্দেশখালিতে রাত পাহারায় মহিলারা, ভিডিয়ো দিয়ে কড়া পোস্ট করলেন অমিত মালব্য গাজায় মৃত্যু রাষ্ট্রসংঘের হয়ে কর্মরত ভারতীয়র, গাড়িতে চালানো হয়েছিল হামলা গুরু শুক্রর বৃষ রাশিতে সংযোগ, ৩ রাশির প্রেম জীবন হবে রোমান্সের রঙে উজ্জ্বল ভালোবাসে আঁকতে, প্রিয় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি, CBSE দশমে ১০০% পেল কলকাতার ছেলে ‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের বালাই নেই অন্তর্বাসের, শার্টের বোতাম খোলা, মন ফাগুনের সৃজলার এ কী রূপ! Fact check-সত্যিই কি রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে দাঁড়িয়েছিলেন মোদী? কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়, মঙ্গল সকালে আদালতে আত্মসমর্পণ লালার স্টিং,ধর্ষণের অভিযোগ তোলা নিয়ে SC-র নজরদারিতে তদন্ত হোক,মামলা সন্দেশখালির মহিলার মক পোলিংয়ের সময় ব্যালট চুরির অভিযোগ, গ্রেফতার বিজেপির এজেন্ট, শ্রীরামপুরে তরজা

Latest IPL News

‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.