বাংলা নিউজ >
ঘরে বাইরে > Sensex Record high-বিদেশি বিনিয়োগে চাঙ্গা সূচক, প্রথমবার ৬৩,০০০ ছাড়াল সেনসেক্স!
Sensex Record high-বিদেশি বিনিয়োগে চাঙ্গা সূচক, প্রথমবার ৬৩,০০০ ছাড়াল সেনসেক্স!
Updated: 30 Nov 2022, 07:55 PM IST
Soumick Majumdar
এদিন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বাদ দিয়ে প্রায় সব সেক্টরেই শেয়ার ক্রয় বেড়েছে। বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এদিন বাজারে টাকা ঢেলেছেন। সেই কারণেই উর্ধ্বমুখী হয়েছে বাজার।
1/5বুধবার প্রথমবার 63,000-এর মাত্রা ছাড়াল সেনসেক্স। অন্যদিকে নিফটি 18,700-এর উপরে ক্লোজ হয়েছে। পর্যবেক্ষকদের মতে, ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলের বক্তৃতা এবং দেশের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জিডিপি ডেটার দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। এদিন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বাদ দিয়ে প্রায় সব সেক্টরেই শেয়ার ক্রয় বেড়েছে। বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এদিন বাজারে টাকা ঢেলেছেন। সেই কারণেই উর্ধ্বমুখী হয়েছে বাজার। ফাইল ছবি: রয়টার্স (Reuters)2/5৩০ শেয়ারের সেনসেক্স Mt 63K স্কেলে 418 পয়েন্ট বেড়ে ক্লোজ হয়েছে। অন্যদিকে নিফটি 50 এই প্রথমবার 18,816 ছুঁয়ে ফেলে। এরপর 18,750-তে ক্লোজ হয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)3/5জিওজিত্ ফিন্যান্সিয়াল সার্ভিসেসের বিনোদ নায়ার বলেন, বিদেশি বিনিয়োগের প্রভাবে বাজার চাঙ্গা হয়েছে। ফেডেরাল রিজার্ভের প্রধানের বার্তায় পরিসংখ্যান উর্ধ্বমুখী হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)4/5সেনসেক্সে সেরা স্টকগুলির মধ্যে অন্যতম ছিল: M&M, আল্ট্রাটেক সিমেন্ট, HUL, ভারতী এয়ারটেল, টাটা স্টিল এবং টাইটান। এশিয়ান পেন্টস, কোটাক ব্যাঙ্ক, NTPC, HDFC, রিলায়েন্সের গ্রাফও এদিন উর্ধ্বমুখী হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)5/5নিফটি মেটাল ১.৮১% বেড়েছে। নিফটি অটো ১.৭২% বেড়েছে। অন্যদিকে নিফটি রিয়েলটি এবং নিফটি এফএমসিজিও এদিন বৃদ্ধি পেয়েছে। নিফটি মিডক্যাপ 50 ১.০৪% বৃদ্ধি পেয়েছে। স্মলক্যাপ 50 ০.৫৭% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)অন্য গ্যালারিগুলি