বাংলা নিউজ > ঘরে বাইরে > Sensex Record high-বিদেশি বিনিয়োগে চাঙ্গা সূচক, প্রথমবার ৬৩,০০০ ছাড়াল সেনসেক্স!

Sensex Record high-বিদেশি বিনিয়োগে চাঙ্গা সূচক, প্রথমবার ৬৩,০০০ ছাড়াল সেনসেক্স!

এদিন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বাদ দিয়ে প্রায় সব সেক্টরেই শেয়ার ক্রয় বেড়েছে। বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এদিন বাজারে টাকা ঢেলেছেন। সেই কারণেই উর্ধ্বমুখী হয়েছে বাজার।