বাংলা নিউজ > ঘরে বাইরে > শহরে সিরিয়াল কিলার ঘুরছে, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

শহরে সিরিয়াল কিলার ঘুরছে, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (PTI Photo) (PTI)

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়ার বাড়িতে অভিযান প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ১৪ ঘণ্টা ধরে অভিযান চলেছিল কিন্তু এক পয়সাও পায়নি। কোনও অলঙ্কার পায়নি। কোনও টাকা পায়নি। কোনও জমিজমার তথ্যও পায়নি। একেবারে মিথ্যা অভিযান ছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির দুর্গ এবার টলে গিয়েছে।

বিজেপিকে কার্যত  সিরিয়াল কিলারের সঙ্গে তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। অবিজেপি সরকারকে যেভাবে নানা কৌশলে দখল করার চেষ্টা করছে বিজেপি, সেই পরিপ্রেক্ষিতে এবার তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল।

বিধানসভার বিশেষ অধিবেশনে কেজরিওয়াল বলেন, এখনও পর্যন্ত একাধির রাজ্যের সরকারকে দখল করেছে বিজেপি, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়। শহরে এক সিরিয়াল কিলার আছে যে একের পর এক খুন করছে। মানুষ একটা সরকারকে নির্বাচিত করছে। আর তারা সেটা দখল করে নিচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর বিশেষ অধিবেশনে সোমবার আপ সরকার তাদের আস্থা প্রমাণ করবে। আপ শীর্ষ নেতার দাবি, এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে বিজেপি। জিএসটি, পেট্রল, ডিজেলের দাম বাড়িয়ে যে টাকা পাচ্ছে তা দিয়ে বিধায়কদের কেনা হচ্ছে।

কেজরিওয়াল বলেন, আমরা হিসেব করে দেখেছি এখনও পর্যন্ত ২৭৭জন বিধায়ককে বিজেপি কিনেছে। সেক্ষেত্রে প্রতি বিধায়ক কেনার জন্য় বিজেপি যদি ২০ কোটি টাকা করে খরচ করে তবে এখনও পর্যন্ত তারা ৫৫০০ কোটি টাকা খরচ করেছে। সাধারণ মানুষের টাকায় তারা বিধায়ক কিনছে। সেকারণেই জিনিসপত্রের এত মূল্যবৃ্দ্ধি হচ্ছে। দাবি কেজরিওয়ালের। 

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়ার বাড়িতে অভিযান প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ১৪ ঘণ্টা ধরে অভিযান চলেছিল কিন্তু এক পয়সাও পায়নি। কোনও অলঙ্কার পায়নি। কোনও টাকা পায়নি। কোনও জমিজমার তথ্যও পায়নি। একেবারে মিথ্যা অভিযান ছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির দুর্গ এবার টলে গিয়েছে। 

বন্ধ করুন