এবার ছেলে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। কর্ণাটকের মান্ডা জেলায় আজ পদযাত্রা অংশ নেন সনিয়া গান্ধী। যাত্রার আগের মুহূর্তের একটি ছবি আজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাঁর মা সনিয়া গান্ধী জুতোর লেস বেঁধে দিচ্ছেন। এই দৃশ্য মন ছুঁয়েছে অনেকেরই।
গত ৭ সেপ্টেম্বর শুরু হয় এই ‘ভারত জোড়ো’ যাত্রা। তামিলনাড়ু, কেরল পার করে কংগ্রেসের এই যাত্রা কর্ণাটকে পৌঁছায় কয়েকদিন আগেই। ২১ দিন ধরে কর্ণাটকে এই যাত্রা চলবে। এই যাত্রায় আজ প্রথমবার পা মেলান সনিয়া গান্ধী। আগামী বছর কর্ণাটকে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করতে এই পদযাত্রা বেশ কার্যকর হবে বলে আশা কংগ্রেস হাইকমান্ডের। এমনিতে কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যে চিড় দেখা দিয়েছে। এই চিড়কে গান্ধীদের পদযাত্রা কতটা মেরামত করতে পারে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে জানা গিয়েছে, নভেম্বর মাসে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'য় যোগ দেবেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ দলীয় সূত্রের খবর, নভেম্বরের শেষে এই যাত্রায় যোগ দিতে মধ্যপ্রদেশে যাবেন তিনি৷ জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ‘ভারত জোড়ো’ যাত্রা চলবে ১৬ দিন। বাবা মহাকাল মন্দির দর্শন ও নর্মদায় স্নান করবেন রাহুল গান্ধী। উজ্জয়িনীতে তাঁর সঙ্গে ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দেওয়ার কথা বোন প্রিয়াঙ্কার। খাণ্ডওয়া, ইন্দোর, উজ্জয়িনী, আগর মালওয়া থেকে আসা সাব-যাত্রাগুলি উজ্জয়িনীতে মূল ‘ভারত জোড়ো’ যাত্রার মিছিলের সঙ্গে মিশে যাবে। কংগ্রেসের বিরাট সংখ্যক কর্মী-সমর্থক, বিধায়ক, প্রাক্তন বিধায়করা অংশ নেবেন এই যাত্রায়।