HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > TIPRA Motha: তিপ্রা ল্যান্ডের দাবিতে আন্দোলন কই? প্রশ্ন তুলে তিপ্রা মোথা ছাড়ল টিএসপি

TIPRA Motha: তিপ্রা ল্যান্ডের দাবিতে আন্দোলন কই? প্রশ্ন তুলে তিপ্রা মোথা ছাড়ল টিএসপি

টিএসপি নেতা দীনেশ দেববর্মার অভিযোগ, তিপ্রা মোথার কোনও কার্যনিবাহী কমিটি নেই। ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিপ্রা দল হিসাবে ঘোষিত হয়নি। তখনও পর্যন্ত টিএসপি তিপ্রার সঙ্গে ছিল। তার অভিযোগ, বৃহত্তর তিপ্রা ল্যান্ড তৈরির মূল এজেন্ডা থেকে সরে এসেছে তিপ্রা মোথা।

আগরতলার একটি সভায় বক্তব্য রাখছেন প্রদ্যুত দেববর্মা (PTI Photo)

গঠনের তিন বছরের মধ্যে ভাঙন তিপ্রা মোথা পার্টিতে। তিপ্রাল্যন্ড স্টেট পার্টি (টিএসপি) সোমবার আলাদা হওয়ার কথা ঘোষণা করছে। নিজেদের পুনরুজ্জীবিত করতে নিজের পৃথক ভাবে কাজ করার কথা ঘোষণা করেছে দলটি।

প্রাক্তন টিএসপি নেতা শ্রীদাম দেববর্মা বলেন,'আদিবাসীদের উন্নত ভবিষ্যতের লক্ষে আমরা তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে পুনরুজ্জীবিত করতে চলছি।' তাঁর অভিযোগ প্লেনারি সেশনের (রণকৌশল ঠিক করার বৈঠক) পর তিপ্রা মোথা কোনও আন্দোলন সংগঠিত করে তাদের দাবি স্বপক্ষে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে শ্রীদাম দেববর্মা জানিয়েছেন। তিনি বলেন, 'গত মাসে অনুষ্ঠিত প্লেনারি সেশনের শেষ হওয়ার পর থেকে আমরা তিপ্রা মোথা দ্বারা সংগঠিত কোনো আন্দোলন দেখিনি। তাই, আমরা টিএসপিকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। আদিবাসীদের বেঁচে থাকার কথা ভাবছি।'

বৃহত্তর তিপ্রাল্যান্ড তৈরির এজেন্ডাকে সামনে রেখে আদিবাসী দলগুলির আঞ্চালিক জোট তিপ্রা মোথা তৈরি হয় ২০২১ সালে। যার নেতৃত্বে ছিলেন রাজ বংশোদ্ভূত প্রদ্যোত বিক্রম দেববর্মা। ত্রিপুরার আদিবাসী এলাকা এবং অসম, প্রতিবেশী দেশ বাংলাদেশের কিছু অংশের আদিবাসী সংগঠনগুলির জোট হিসাবে তিপ্রা মোথা তৈরি হয়।

(পড়তে পারেন। ভুল করে থাকলে তদন্ত হোক কিন্তু…-চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে সরব মমতা)

গঠনের কয়েক মাসের মধ্যেই ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর ভোটে অংশ নেয় এবং জয়লাভ করে।

পরে ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বীতা করে জোট। বিধানসভার ৬০টি আসনের মধ্যে ১৩টিতে জয়লাভ করে। রাজ্যের প্রধান বিরোধী দল হয়।

টিএসপি নেতা দীনেশ দেববর্মার অভিযোগ, তিপ্রা মোথার কোনও কার্যনিবাহী কমিটি নেই। ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিপ্রা দল হিসাবে ঘোষিত হয়নি। তখনও পর্যন্ত টিএসপি তিপ্রার সঙ্গে ছিল। তার অভিযোগ, বৃহত্তর তিপ্রা ল্যান্ড তৈরির মূল এজেন্ডা থেকে সরে এসেছে তিপ্রা মোথা। তিনি বলেন,'আমরা ভেবেছিলাম আন্দোলনের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। কিন্তু তা নিয়ে কোনও উদ্যোগই নিত দেখা যাচ্ছে না তিপ্রা মোথাকে।'

সিপিমের সঙ্গে সখ্যতা নিয়েও দীনেশ দেববর্মা প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ দলটিকে বিভিন্ন সময় সিপিএমের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। আবার অন্যদিকে বিধায়কদের দিল্লিতে স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও দেখা গিয়েছে।

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ