ঘোড়ায় করে যাচ্ছেন সুইগির ফুড ডেলিভারি বয়। এমনই এক অভিনব ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবল বৃষ্টির তোয়াক্কা না করেই এগিয়ে চলেছেন তিনি। মুম্বইয়ের সদা ব্যস্ত রাস্তা, অলি, গলি কাটিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন ঘোড়সওয়ার ডেলিভারি পার্সন। এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়ে পারে!
রাস্তায় ঘোড়া দেখলে এমনিতেই পথচারীরা তাকিয়ে দেখেন। তার উপর যদি ঘোড়সওয়ারের পিঠে সুইগির খাবার ডেলিভারির ব্যাগ থাকে, তবে তো লোকজন দেখবেন বৈকি।
ইন্টারনেট ব্যবহারকারী ওই ব্যক্তির সাহসিকতা এবং পেশার প্রতি দায়িত্ববোধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
মজা করে কেউ কেউ বলছেন, 'নিশ্চই কেউ মুঘল খাবারদাবার অর্ডার করেছেন। সেই জন্যই রাজকীয় কায়দায় শাহি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।'
আবার কেউ কেউ বলছেন, এভাবে বিনামূল্যে মার্কেটিং করে দেওয়ার জন্য ওই ব্যক্তির বেতন বৃদ্ধি করা উচিত্ সুইগির।
মুম্বইয়ে গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্থানে স্কুটার-মোটরসাইকেল বা সাইকেলে ডেলিভারি দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঘোড়ায় চড়ে ডেলিভারি দেওয়া যে বেশ বুদ্ধিমানেরই কাজ, তা বলাই বাহুল্য।