ডিএমকে এমপি দয়ানিধি মারানের বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব। প্রথমেই জেনে নেওয়া যাক ডিএমকে এমপি দয়ানিধি মারান ঠিক কী বলেছিলেন?
তিনি জানিয়েছিলেন, উত্তরপ্রদেশ আর বিহারের হিন্দিভাষীরা তামিলনাড়ুতে এসে অত্যন্ত নিম্নমানের কাজ করেন। যেমন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন। শৌচাগার পরিষ্কার করেন। এদিকে দয়ানিধি মারানের এই বক্তব্যের একটি ভিডিয়ো বিভিন্ন জায়গায় ঘুরছে। এনিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে।
দয়ানিধি মারানের এই বক্তব্যের ভিডিয়ো ক্লিপ শেয়ার করে বিজেপি নেতাদের প্রশ্ন, এটা নিয়ে বিহারের মুখ্য়মন্ত্রী কী বলবেন?
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানিয়েছিলেন, ডিএমকে নেতা ফের উত্তর-দক্ষিণ বিতর্ককে উসকে দিলেন।
এদিকে ডিএমকে হল ইন্ডিয়া জোটের অংশ। আর সেই জোটে জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দল রয়েছে। এগুলি হল বিহার ও উত্তরপ্রদেশের প্রধান রাজনৈতিক দল। সেক্ষেত্রে ডিএমকে নেতার এই বক্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।
তবে পিটিআই সূত্রে খবর, তেজস্বী যাদব এনিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ডিএমকে এমপি কি জাতিগত অসাম্যর কথা বলেছেন? তিনি কি এটা বলতে চেয়েছেন ওই সামাজিক গোষ্ঠীর লোকজনই এসব কাজ করেন? এটার একটা অর্থ হতে পারে। কিন্তু বিহার ও ইউপির গোটা জনসংখ্যা এই কাজ করেন এটা বলাটা ঠিক নয়। দেশের অন্য় প্রান্ত থেকে যারা আসছেন তাদের প্রতি মানুষের শ্রদ্ধা থাকা দরকার।
তেজস্বী জানিয়েছেন, সামাজিক সাম্যে আদর্শকে তুলে ধরবে এমনভাবেই আমরা ডিএমকে কে গণ্য করি। কিন্তু ওই আদর্শের পরিপন্থী কোনও বক্তব্য থেকে ওই দলের নেতাদের বিরত থাকা দরকার।
তবে ওই ভিডিয়োতে মারান ইংরাজি ও কেবলমাত্র হিন্দি ভাষা শিখলে কী ফারাক হয় সেটাই বোঝাতে চেয়েছিলেন বলে খবর।
সূত্রের খবর, দয়ানিধি মারান মূলত যারা ইংরেজি শেখেন ও যারা কেবলমাত্র হিন্দি শেখেন তার মধ্য়ে ফারাক করার প্রসঙ্গে বলেছিলেন। তিনি বলেছিলেন যারা ইংরেজি শেখেন তারা আইটিতে ভালো কাজ পান। কিন্তু যারা কেবলমাত্র হিন্দি শেখেন -ইউপি বিহারের লোকজন তারা শুধু রাস্তা আর টয়লেট পরিষ্কারের কাজ করেন। শুধু হিন্দি শিখলে এটাই হয়। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
আর সেই বক্তব্যের একাংশকে তুলে ধরে শোরগোল ফেলে দেয় বিজেপি। এনিয়ে এবার মুখ খুললেন বিহারের শাসকদলের নেতৃত্ব।