১০জন পদস্থ টেলিকম আধিকারিককে অবসর নিতে বাধ্য করা হল। তার মধ্যে এক যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকও রয়েছেন। কার্যত কড়া পদক্ষেপ নিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্নীতি রোধ করতে বড় উদ্যোগ মন্ত্রকের। তবে এর আগে রেল দফতরের মন্ত্রী থাকাকালীনও তিনি এই ফর্মুলা প্রয়োগ করেছিলেন। এবার টেলিকমের দায়িত্বে এসেও সেই একই ফর্মুলা প্রয়োগ করলেন। কার্যত আসি যাই মাইনে পাই এটা যে হবে সেটাই কি বোঝালেন মন্ত্রী?
সূত্রের খবর, এই প্রথম টেলিকম দফতরের তরফে এই ধরনের অবসর নিতে বাধ্য করা হল আধিকারিকদের।
সূত্রের খবর, ওই আধিকারিকদের দফতরের প্রতি বিশ্বস্ততার কোথাও অভাব ছিল। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে টেলিকম দফতর। আর তার জেরে এবার ১০জন পদস্থ আধিকারিকের বাধ্যতামূলক অবসরকে অনুমোদন করেছেন টেলিকম মন্ত্রী। ১০জন আধিকারিকের মধ্যে ৯জন আধিকারিক ডিরেক্টর লেভেলের আধিকারিক ছিলেন। একজন আধিকারিক যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক পর্যায়ের আধিকারিক ছিলেন।
প্রতি বছর সরকারের তরফে সুশাসন দিবস পালন করা হয়। তার আগেই বড় পদক্ষেপ নিল টেলিকম মন্ত্রক।
এদিকে কর্মী আধিকারিকদের স্বেচ্ছাবসরের জন্য ৬৪ লাখ কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কার্যত বড় পদক্ষেপ সরকারের তরফে।
দুর্নীতি রোধ করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে একেবারে কড়া পদক্ষেপ। এর আগে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।এর আগে রেলমন্ত্রকেও তিনি একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি অন্তত ৪০জন আধিকারিককে সরিয়ে দিয়েছিলেন। বাধ্যতামূলক জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছিল। মূলত তাঁদের বিরুদ্ধে নন পারফরম্য়ান্সের অভিযোগ উঠেছিল। অর্থাৎ তাঁদের পারদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁদের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তা তাঁরা ঠিকঠাক পালন করতে পারছিলেন না বলে অভিযোগ। তার জেরে তাঁদেরকে অবসরে যেতে বাধ্য করা হয়। পাশাপাশি দফতরের প্রতি তাঁরা কতটা দায়বদ্ধ তা নিয়েও প্রশ্ন ওঠে। সব মিলিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের। এবার সেই অস্ত্রই প্রয়োগ করা হল টেলিকম দফতরেও।
অন্তত ১০জন আধিকারিকের উপর এবার কোপ পড়ল। তাদের বিরুদ্ধেও কার্যত একই ধরনের অভিযোগ। তাঁদের পারদর্শিতাও প্রশ্নের মুখে। দফতরের প্রতি তাঁদের দায়বদ্ধতাও প্রশ্নের মুখে । আর তার জেরে এবার জোর করে অবসরে পাঠানো হল তাঁদের। পেনশন রুল ৪৮ অনুসারে সেকশন ৫৬(জে) অনুসারে তাঁদের অবসরে যেতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।