বাংলা নিউজ > ঘরে বাইরে > Threat Call: একের পর বিস্ফোরণে উড়ে যাবে মুম্বই, হুমকি ফোন এল পুলিশের কাছে, শুরু তল্লাশি

Threat Call: একের পর বিস্ফোরণে উড়ে যাবে মুম্বই, হুমকি ফোন এল পুলিশের কাছে, শুরু তল্লাশি

৩১ ডিসেম্বরের আগে মুম্বইতেও চলে তল্লাশি। ( Praful Gangurde / HT Photo )

একের পর এক পাবলিক প্লেসে তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্য়ায় আচমকাই একটা ফোন আসে মুম্বই পুলিশের কাছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই ফোন করে বলে অভিযোগ। সেখানে বলা হয়, শহরে একের পর এক বিস্ফোরণ ঘটানো হবে। এরপরই সতর্ক হয়ে যায় মুম্বই পুলিশ।  একের পর এক জায়গায় তল্লাশি চলতে থাকে। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

নিউজ এজেন্সি এএনআই সূত্রে খবর, শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ মুম্বইয়ের পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন আসে। সেখানে বলা হয়, মুম্বইতে সিরিয়াল ব্লাস্ট হবে। এরপরই সতর্ক হয়ে যায় মুম্বই পুলিশ।

একের পর এক পাবলিক প্লেসে তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আধিকারিকরা জানিয়েছেন, এর পেছনে কারা রয়েছে তা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে।

এদিকে কিছুদিন আগে মুম্বইতে ঠিক এই ধরনেরই থ্রেট কল এসেছিল। সেখানে বলা হয়েছিল ১১টা জায়গায় বোমা রাখা হয়েছে। এরপর মুম্বই পুলিশ তদন্ত চালিয়ে ভুয়ো কল করার অভিযোগে গুজরাটের ভাদোদারা থেকে তিনজনকে গ্রেফতার করে। 

এর আগে ফোনে শিল্পপতি রতন টাটার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ৩৫ বছর বয়সি এক ব্যক্তি মুম্বইয়ের পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন বলে খবর। ক্রাইম ব্রাঞ্চ তাকে ইতিমধ্য়েই চিহ্নিত করতে পেরেছে বলে খবর।

অভিযুক্ত ওই ব্যক্তি এমবিএ পাশ করেছিলেন। কিন্তু তিনি মানসিক নানা অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি এই ফোন করা হয়েছিল বলে খবর। তিনি ফোন করে বলেছিলেন, রতন টাটার নিরাপত্তা বাড়িয়ে দিন। না হলে সাইরাস মিস্ত্রির মতো দশা হবে রতন টাটারও। প্রসঙ্গত গত বছর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। সেই সাইরাসের পরিণতির কথা বলে ভয় দেখানোর চেষ্টা করেন ওই ব্যক্তি।

পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশ শেষ পর্যন্ত বুঝতে পারে ফোনটি কর্ণাটক থেকে এসেছিল। পুলিশ খবর পায় ওই ব্যক্তি পুনে থেকে এসেছিল। সে সিজোফ্রেনিয়াতে ভুগছে। তার পরিবার জানিয়েছিল, ওই যুবককে গত পাঁচদিন ধরে পাওয়া যাচ্ছিল না।

ফের মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন।

 

পরবর্তী খবর

Latest News

‘‌জল ঢুকেছে আমার বাড়িতেও’‌, বন্যা দুর্গতদের পাশে নিয়ে কালীঘাটের কথা মমতার মুখে ‘খেলার খুশি,তবে স্ট্রাইকারদের গোল করতে হবে’! বলছেন মোলিনা!রেফারি নিয়ে অখুশি দিমি গম্ভীরের কোচিংয়ে সাফল্য পাবে টিম ইন্ডিয়া- গৌতিকে নিয়ে দ্রাবিড়ের ভবিষ্যদ্বাণী অস্ত্রোপচারের দু'সপ্তাহ পরই ৩৩ বছরের আমলার মৃত্যু, কারণ খুঁজতে শুরু তদন্ত ২০১২ সালে উদ্ধার হয় বোনের কঙ্কাল! নৃশংস সেই হত্যার কথা আজও দিদিকে বলেননি বিজয়েতা আগামিকাল কি কোনও সুখবর আনবে? কালকের কথা আজই জানুন, রইল ২০ সেপ্টেম্বরের রাশিফল কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.