গত ১২ জানুয়ারি দিনভর রাজ্যজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। সিমলা স্ট্রিটের বাড়িতে যেমন বিরোধী দল বিজেপি এসে রাজনৈতিক মন্তব্য করে শ্রদ্ধা জানিয়েছিলেন, তেমনই কোনও রাজনৈতিক কথা না বলে শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর স্বামী বিবেকানন্দ নিয়ে এবার সংসদে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে এখনকার মূর্তির উচ্চতা বাড়ানোর জন্য সংসদে দাবি জানান তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আজ, বৃহস্পতিবার সংসদে জিরো আওয়ারে স্বামী বিবেকানন্দকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রাখেন। আধ্যাত্মিক নেতা এবং সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দর ৬০০ ফুটের মূর্তি করার অনুরোধ রাখেন। এটা কলকাতাতেই করার কথা বলেছেন সুদীপবাবু। গুজরাটে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি—বল্লভভাই প্যাটেলের মূর্তি। সেক্ষেত্রে একইরকম মূর্তি কলকাতায় গড়লে সেটা ভাল হবে বলেও মনে করেন সুদীপবাবু। কারণ স্বামীজি সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন। প্রত্যেক মানুষের মধ্যে একতার কথা বলে গিয়েছেন স্বামীজি। তাই এটা করা যেতেই পারে বলে মত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
এদিকে স্বামীজির নীতি, আদর্শ থেকে শুরু করে জীবনে চলার পথ শুনতে আজও ভিড় জমান মানুষজন সিমলা স্ট্রিটের বাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশনে। দেশ–বিদেশ থেকে মানুষজন স্বামীজির কথা জানতে এখানে আসেন। আর তাই এমন মূর্তির দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘নরেন্দ্র মোদীর গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের সুউচ্চ মূর্তি রয়েছে। তা হলে কলকাতায় স্বামী বিবেকানন্দের অনেক উঁচু মূর্তি কেন থাকবে না? আমি লোকসভায় বিষয়টি তুলেছি। আমি চাই বেলুড় মঠ কর্তৃপক্ষও কেন্দ্রের কাছে দাবিটা জানান।’
আরও পড়ুন: ‘ডবল ইঞ্জিনের চেয়ে সিঙ্গল ইঞ্জিন সরকার বেশি শক্তিশালী’, বাজেট নিয়ে খোঁচা অভিষেকের
অন্যদিকে স্বামীজির ভাবনা থেকে শুরু করে বক্তব্য এখন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই স্বামীজির জন্মজয়ন্তী বাংলায় খুব বড় করে পালন করা হয়। এই দিনকে যুব দিবস বলে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধায়ের সরকার। দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বিবেক মেলার আয়োজন করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে পর্যন্ত রয়েছে স্বামী বিবেকানন্দের কথা। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের দেশে সুউচ্চ মূর্তি রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের। তাই আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি একই রকম মূর্তি স্বামী বিবেকানন্দের গড়ে তুলতে কলকাতায় তাঁর বাড়িতেই।’ সুদীপবাবুর কথায় করতালি দিয়ে সমর্থন করেন বিজেপি সাংসদ–মন্ত্রীরা।