বাংলা নিউজ > ঘরে বাইরে > Torture in Orphanage: মাথা নীচুতে পা ওপরে, ঝুলিয়ে দেওয়া হত, নগ্ন করে…অনাথ আশ্রমে ছোট্ট ভুলের 'শাস্তি'

Torture in Orphanage: মাথা নীচুতে পা ওপরে, ঝুলিয়ে দেওয়া হত, নগ্ন করে…অনাথ আশ্রমে ছোট্ট ভুলের 'শাস্তি'

ভয়াবহ ঘটনা হত শিশুদের সঙ্গে। প্রতীকী ছবি। 

অনাথ আশ্রমের শিশুদের উপর ভয়াবহ অত্যাচার। তারপর কী হল ইন্দোরে? 

একেবারে হাড়হিম করা ঘটনা। মধ্য়প্রদেশের ইন্দোরের অনাথ আশ্রমে একেবারে ভয়াবহ ঘটনা। একটা অনাথ আশ্রমে অন্তত ২১জন শিশুকে  মারাত্মক অত্য়াচার করা হয়েছে বলে অভিযোগ। সেখানকার কর্মচারীরা তাদের উপর ভয়াবহ অত্যাচার করেছে বলেও অভিযোগ।

গত সপ্তাহে শিশু সুরক্ষা কমিটি এলাকায় আচমকাই পরিদর্শন করেছিল। তারপরই এই ভয়াবহ ঘটনার কথা সামনে আসে। কিন্তু ঘটনাটা ঠিক কী হয়েছিল?

পুলিশ জানিয়েছে, শিশুরা আধিকারিকদের জানিয়েছিল, ছোটখাটো ভুল করলেই তাদের উপর অত্যাচার করা হত। আধিকারিকরা জানিয়েছেন, শিশুরা ওই পরিদর্শনকারী টিমকে জানিয়েছে, তাদের মাথা নীচের দিকে আর পা উপর দিকে করে ঝুলিয়ে দেওয়া হত। লোহার রড দিয়ে মারধর করা হত। এমনকী নগ্ন করিয়ে তাদের ছবি তোলা হত। 

এমনকী অত্যাচারের এখানেই শেষ নয়। লাল লঙ্কার ঝাল দিয়ে তাদের ধোঁয়া টানতে বাধ্য করা হত। এদিকে এদিকে ওই অনাথ আশ্রমের পাঁচজন কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। 

এফআইআরে লেখা হয়েছে, বাথরুমে চার বছরের একটা শিশুকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। অপরাধ বলতে সে প্যান্টে মলত্যাগ করে ফেলেছিল। এরপরই তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। তাকে তিন চারদিন খাবারও দেওয়া হয়নি বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ওই অনাথ আশ্রমের নাম বাৎসল্যপুরম জৈন ট্রাস্ট। এটা জুভেনাইল জাস্টিস বোর্ডের আওতায় কাজ করে। বেঙ্গালুরু, সুরাট, যোধপুর, কলকাতাতেও তাদের শাখা রয়েছে। আর সেখানেই কি না এই নারকীয় কাণ্ড…

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ইন্দোরের অ্য়াডিশনাল কমিশনার অফ পুলিশ অমরেন্দ্র সিং জানিয়েছেন, সিইসি একটি অভিযোগ জানিয়েছিল। তার জেরেই মামলা করা হয়। ওই অনাথ আশ্রমটাকে ইতিমধ্য়েই সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারা যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই অভিযুক্ত কর্মী ছাড়া আর কেউ যুক্ত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

পরবর্তী খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.