একেবারে হাড়হিম করা ঘটনা। মধ্য়প্রদেশের ইন্দোরের অনাথ আশ্রমে একেবারে ভয়াবহ ঘটনা। একটা অনাথ আশ্রমে অন্তত ২১জন শিশুকে মারাত্মক অত্য়াচার করা হয়েছে বলে অভিযোগ। সেখানকার কর্মচারীরা তাদের উপর ভয়াবহ অত্যাচার করেছে বলেও অভিযোগ।
গত সপ্তাহে শিশু সুরক্ষা কমিটি এলাকায় আচমকাই পরিদর্শন করেছিল। তারপরই এই ভয়াবহ ঘটনার কথা সামনে আসে। কিন্তু ঘটনাটা ঠিক কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে, শিশুরা আধিকারিকদের জানিয়েছিল, ছোটখাটো ভুল করলেই তাদের উপর অত্যাচার করা হত। আধিকারিকরা জানিয়েছেন, শিশুরা ওই পরিদর্শনকারী টিমকে জানিয়েছে, তাদের মাথা নীচের দিকে আর পা উপর দিকে করে ঝুলিয়ে দেওয়া হত। লোহার রড দিয়ে মারধর করা হত। এমনকী নগ্ন করিয়ে তাদের ছবি তোলা হত।
এমনকী অত্যাচারের এখানেই শেষ নয়। লাল লঙ্কার ঝাল দিয়ে তাদের ধোঁয়া টানতে বাধ্য করা হত। এদিকে এদিকে ওই অনাথ আশ্রমের পাঁচজন কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে।
এফআইআরে লেখা হয়েছে, বাথরুমে চার বছরের একটা শিশুকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। অপরাধ বলতে সে প্যান্টে মলত্যাগ করে ফেলেছিল। এরপরই তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। তাকে তিন চারদিন খাবারও দেওয়া হয়নি বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ওই অনাথ আশ্রমের নাম বাৎসল্যপুরম জৈন ট্রাস্ট। এটা জুভেনাইল জাস্টিস বোর্ডের আওতায় কাজ করে। বেঙ্গালুরু, সুরাট, যোধপুর, কলকাতাতেও তাদের শাখা রয়েছে। আর সেখানেই কি না এই নারকীয় কাণ্ড…
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ইন্দোরের অ্য়াডিশনাল কমিশনার অফ পুলিশ অমরেন্দ্র সিং জানিয়েছেন, সিইসি একটি অভিযোগ জানিয়েছিল। তার জেরেই মামলা করা হয়। ওই অনাথ আশ্রমটাকে ইতিমধ্য়েই সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারা যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই অভিযুক্ত কর্মী ছাড়া আর কেউ যুক্ত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।