বাংলা নিউজ > ঘরে বাইরে > Union Minister on Ram Navami Violence: উঠল রামনবমী হিংসার ইস্যু, মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা কেন্দ্রীয় মন্ত্রীর

Union Minister on Ram Navami Violence: উঠল রামনবমী হিংসার ইস্যু, মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Savitha)

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রামনবমীতে হিংসার ইস্যুতে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। কংগ্রেস নেতাকে তিনি ‘রাজনৈতিক রাবণ’ বলে আখ্যা দেন। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গেহলটকে 'রাজনীতির রাবণে'র সঙ্গে তুলনা করেন শেখাওয়াত। তিনি বলেন, 'রাজস্থানে রাম রাজ্য কায়েম করতে হলে রাজনীতির রাবণ অশোক গেহলটকে বিদায় দিতে হবে।' বৃহস্পতিবার চিতোরগড়ে বিজেপির জনক্রোশ সমাবেশে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জনক্রোশ সমাবেশের পরে সুভাষ চকে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'রাম নবমীতে করৌলিতে দাঙ্গার বিষয়ে নথিভুক্ত মামলাগুলিতে গ্রেফতারির পরিবর্তে তুষ্টিকরণের নীতি গ্রহণ করা হয়েছিল। এর ফলে অপরাধীদের মনোবল বেড়েছে। তারই জেরে ভিলওয়াড়া, যোধপুর ও উদয়পুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।'

শেখাওয়াত বলেন, 'ত্রাণ শিবিরের নামে গেহলট সরকার গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, যেখানে এই শিবিরগুলিতে ত্রাণের নামে কেবল রেজিস্ট্রেশনের ঝুনঝুনা দেওয়া হচ্ছে। পেট্রোল এবং ডিজেলের উপর রাজ্য সরকারের ভাগের কর মুকুব করার পরিবর্তে সেই করের পরিমাণ থেকে ত্রাণ দেওয়ার ভান করা হচ্ছে। মোদী চার কোটি মানুষকে বাড়ি দিয়েছেন। বিদ্যুৎ পেয়েছে চার কোটি মানুষ। উজ্জ্বলা প্রকল্পে নয় কোটি বাড়িতে গ্যাসের চুলা দেওয়া হয়েছে। আর এখানে প্রচণ্ড গরমে ক্যাম্পে নিবন্ধন করতে বাধ্য করা হচ্ছে মানুষজনকে।' গেহলট সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলির নাম পরিবর্তনের অভিযোগও তুলেছেন শেখাওয়াত।

শেখাওয়াত বলেন, 'রাজস্থানে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৭ লাখ মানুষ গ্যাসের চুলা পেয়েছেন। দেশের ১২ কোটি ঘরে পানীয় জল পৌঁছেছে। সারা দেশে ৪৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ১১ কোটি টয়লেট তৈরি করা হয়েছে। কৃষকদের ছয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে। গরিবদের বিনামূল্যে গম দেওয়া হচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশনের নামে তাদের কাউকেই লাইনে দাঁড় করানো হয়নি। গেহলট সরকার গরিবদের জোর করে ক্যাম্পে ডেকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দেওয়ার কাজ করছে। ত্রাণ শিবিরে নিবন্ধনের দরকার কী ছিল? এই কাজটি একটি বোতাম টিপেও করা যেত।' রাজ্য সরকারের ত্রাণের ঘোষণাগুলিকে 'প্রতারণা' আখ্যা দিয়ে শেখাওয়াত ব্যাখ্যা করেন, 'কৃষকদের বিনামূল্যে যে দুই হাজার ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে তা আগেও তাঁরা পেতেন। এই সরকারই তা বন্ধ করে দিয়েছিল।'

বন্ধ করুন