বাংলা নিউজ > ঘরে বাইরে > UP Slap Case: উত্তরপ্রদেশের চড় খাওয়া মুসলিম ছাত্রের পরিচয় প্রকাশ করে বিপাকে জুবেইর, হল FIR

UP Slap Case: উত্তরপ্রদেশের চড় খাওয়া মুসলিম ছাত্রের পরিচয় প্রকাশ করে বিপাকে জুবেইর, হল FIR

মহম্মদ জুবেইর। (ANI Photo) (ANI)

চড় খাওয়া ছাত্রের ভিডিয়ো পোস্ট করে বিপাকে জুবেইর।

এস রাজু

ফের বিপাকে পড়লেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা ও ফ্যাক্ট চেকার মহম্মদ জুবেইর। মুজফ্ফরনগরে যে মুসলিম ছাত্রকে চড় মারার অভিযোগ উঠেছিল সহপাঠীর বিরুদ্ধে, সেই ছাত্রের পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠেছে জুবেইরের বিরুদ্ধে।

মুজফ্ফরনগর সিটি পুলিশের এসপি জানিয়েছেন মনসুরপুর পুলিশ স্টেশনে একটা মামলা রুজু করা হয়েছে। জুভেনাইল জাস্টিস অ্য়াক্ট অনুসারে এই মামলা করা হয়েছে। ওই ব্যক্তি( অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা ও ফ্যাক্ট চেকার মহম্মদ জুবেইর) নির্যাতিত শিশুর পরিচয় প্রকাশ করে দিয়েছেন। যেখানে স্কুলটি রয়েছে সেখানকার এক বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন। তারপরই এনিয়ে মামলা রুজু করা হয়েছে।

ফ্যাক্ট চেকার জুবেইর। তিনি ওই শিশুর ভিডিয়ো পোস্ট করেছিলেন। তারপরই সেই ভিডিয়ো কার্যত ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। স্কুলের প্রধান শিক্ষিকা তৃপ্তা ত্যাগীর নির্দেশেই অন্যান্য ছাত্ররা ওই ছাত্রকে চড় মেরেছিল বলে অভিযোগ। এদিকে ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তিনি সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলেছিলেন বলে অভিযোগ।

এদিকে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি নেতা বরুন গান্ধী, মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, আরজেডি প্রধান জয়ন্ত চৌধুরী এনিয়ে টুইট করেছিলেন।

তবে অভিযুক্ত শিক্ষিকা ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, আমি একটি ভুল করে ফেলেছি। কিন্তু তার মধ্যে হিন্দু-মুসলিম কোনও ব্যাপার নেই। বাচ্চারা হোম ওয়ার্ক করেনি। আসলে আমার লক্ষ্য ছিল তাকে শিক্ষা দেওয়া। খবর এনডিটিভি সূত্রে।

তিনি জানিয়েছেন, আমি ভালো করে দাঁড়াতে পারি না। সেকারণে অন্যান্য বাচ্চাদের বলেছিলাম তাকে কয়েকটা চড় মারতে যাতে সে ঠিকঠাক করে পড়াশোনা করে।

তিনি আরও জানিয়েছেন, আমার ওই ভিডিয়ো বিকৃত করা হয়েছে। আমি জোড়হাত করে বলছি যে আমি ভুল করেছি। কিন্তু আমার মনের মধ্য়ে কোনও হিন্দু-মুসলিম বিভাজনের ব্যাপার নেই। বহু মুসলিম পড়ুয়ার অভিভাবকরা টাকা দিতে পারেন না। আমি তাদের বিনা পয়সায় পড়াই। মুসলিম শিশুদের অত্যাচার করার মতো কোনও মতলব আমার ছিল না।

 

 

বন্ধ করুন