মায়ের কোনও দেশ, জাত হয় না। মা তো মা-ই। কোনও সীমান্তের নিয়ম মানে না সে। ইউক্রেনের এক মায়ের হাতে কেক, চা খেলেন 'শত্রু' রুশ সেনা। সেই মায়েরই হাতে ধরা ফোনেই ভিডিয়ো করল করলেন নিজের মাকে। যুদ্ধের সময়ের হাজারো সামাজিক ছবি অনলাইনে ভাইরাল হচ্ছে। কিন্তু এই ছবিটা যেন একেবারেই অন্যরকম। দেখার পর আপনার চোখে জল আসতে বাধ্য।
'রুশ সৈন্যরা, তোমরা অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ কর। ইউক্রেনের মানুষ তোমাদের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করবে,' টুইটারে এমনই ক্যাপশনসহ এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি টুইট করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির ফ্যান পেজ থেকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভিডিয়ো কলে রাশিয়ায় তাঁর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে, কেঁদে ফেলছেন ওই রুশ সৈন্য। চোখে জল কেক হাতে দাঁড়িয়ে থাকা এক ইউক্রেনীয় মহিলারও।
আসলে দিন শেষে আমরা সকলেই একটি বড় পরিবার। সেই পরিবারের নাম মানবজাতি। কূটনীতি, রাজনীতি, স্বার্থ, অহঙ্কার নিয়ে হানাহানি হতেই পারে। কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আত্মার যে সংযোগ, তা কোনওদিনই বিনষ্ট হয় না। এই ভিডিয়োই তার প্রমাণ।