বিজয় মালিয়ার সময় খুবই কঠিন চলছ লন্ডনে নিজের বিলাসবহুল ফ্ল্যাট হারালেন বিজ মালিয়া। সুইস ব্যাঙ্ক ইউবিএস-এর সাথে দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত আইনি লড়াই চলছিল। সেই মামলাতে হেরেই লন্ডনে নিজের ফ্ল্যাটটি খোয়ালেন বিজয় মালিয়া। একটি ব্রিটিশ আদালত মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় রায়দান করে।
লন্ডনের রিজেন্টস পার্কের দুর্দান্ত ভিউ পাওয়া যায় ১৮/১৯ কর্নওয়াল টেরেসের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে। আদালতের কথায়, ‘কয়েক মিলিয়ন পাউন্ড মূল্যের একটি অসাধারণ সম্পত্তি এটা।’ এই ফ্ল্যাটটি বর্তমানে বিজয় মালিয়ার ৯৫ বছর বয়সী মা ললিতার দখলে রয়েছে৷
এদিকে ইবিএস ব্যাঙ্কের ২০.৪ মিলিয়ন পাউন্ড পাওনা মালিয়া পরিবারের থেকে। হাইকোর্টের চ্যান্সারি ডিভিশনের ডেপুটি মাস্টার ম্যাথিউ মার্শ নিজের রায়তে বলেন, এই ক্ষেত্রে মালিয়া পরিবারকে ঋণ মেটাতে আর অতিরিক্ত সময় দেওয়ার কোনও মানে নেই।
বিচারক বলেন, ‘আমি আমার চিঠিপত্রের পর্যালোচনা থেকে যোগ করব যে, দাবিদার প্রথম আসামীকে (বিজয় মালিয়া) বিভ্রান্ত করেছে এমন দাবির প্রেক্ষিতে আমি কোনও ভিত্তি দেখতে পাচ্ছি না... উপসংহারে আমি বলতে চাই, প্রথম আসামীর আবেদন খারিজ করছি।’ এরপর তিনি আরও বলেন, ‘আমি আপিল করার অনুমতি প্রত্যাখ্যান করব এবং তাই আমি জানাচ্ছি যে আমি স্থগিতাদেশ দেব না।’