ভাড়াটে ওয়াগনার সৈনিকদের বিদ্রোহ ঘিরে তোলপাড় রাশিয়া। এদিকে রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন। ইউক্রেনের বুকে রুশ আগ্রাসনের পর থেকে প্রাণপণে রুশ সেনাকে ঠেকাতে লড়ে যাচ্ছে ভলোদিমির জেলেনস্কির দেশ ইউক্রেন। এদিকে, রাশিয়ার তখনে প্রেসিডেন্ট পদে বসার পর থেকে সবচেয়ে বড় বিদ্রোহের মুখে পড়েছেন ভ্লাদিমির পুতিন। আর সেই বিদ্রোহ ঘোষণা করেছে ভাড়াটে সৈনিক ওয়াগনার গোষ্ঠী। এই পরিস্থিতিতে কার্যত বোমা ফাটিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, ইউক্রেন সদ্য ২১ হাজার ওয়াগনার সৈনিককে হত্যা করেছে। আরও ৮০ হাজারকে করবে।
ইউক্রেনে ও রাশিয়ার মধ্যে সংঘাতের মাঝেই ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহ হিসাব খানিকটা ওলট পালট করে দিতে আরম্ভ করেছে। এক সাংবাদিক বৈঠকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ব্যক্তিগত সামরিক গোষ্ঠী বিশেষ করে পূর্ব ইউক্রেনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।’ ওয়াগনার সৈনিকদের বিষয়ে জেলেনস্কি বলেন,' ওদের বেশিরভাগই দোষী, যাদের হারানোর কিছুই ছিল না।' তিনি বলেন, ইতিমধ্যেই ২১ হাজার ওয়াগনার সৈন্য ইউক্রেনের সেনার হাতে মারা গিয়েছেন। এই সৈনিকদের রাশিয়ানদের দ্বারা ‘উদ্বুদ্ধ’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন,' ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ, যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ান শক্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।' তিনি এরপর বলেন,' আর তা ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য উপকারী হতে পারে।' তিনি এরপর বলেন,'আমাদের এই পরিস্থিতির সদ্ব্যবহার করে শত্রুকে আমাদের ভূমি থেকে তাড়িয়ে দিতে হবে।' এমন এক যুদ্ধের মধ্যে কীভাবে কাটাচ্ছেন জীবন? এই প্রশ্নের উত্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, জীবন এখন ‘পুতিনের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর।’ জেলেনস্কি বলেন, ‘এটা শুধু রাশিয়ায় … যে তারা আমায় খুন করতে চান। তবে গোটা বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়।’
এদিকে, ওয়াগনারদের শান্ত করতে কূটনৈতিক চাল চালতে শুরু করে দিয়েছেন পুতিন। তিনি বলছেন, যাতে ওই গোষ্ঠী (ওয়াগনার) রা বেঁচে যায়, তার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় তারা যেন চলে আসে। এজন্য তিনটি অপশন দিয়েছেন পুতিন- কন্ট্র্যাক্ট স্বাক্ষর করার জন্য বলা হয়েছে ওয়াগনার সৈনিকদের, নাগরিক জীবনে ফিরে আসতে, বা বেলারুসে নির্বাসনে যেতে। এই পরিস্থিতিতে জেলেনস্কির তরফে যে বোমাটি এসেছে, তাকে বিশ্ব কোন নজরে দেখছে তাও বেশ গুরুত্বপূর্ণ। এদিকে, পুতিনের স্টান্স এই ইস্যুতে কী হতে পারে, তা নিয়েও রয়েছে বেশ কিছু প্রশ্ন।