Updated: 02 Feb 2022, 09:39 PM IST
লেখক Sritama Mitra
ফের হাতির হানা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। বুনো... more
ফের হাতির হানা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। বুনো দাঁতাল হাতি দলছুট হয়ে পড়ে বুধবার সকালে প্রবেশ করে আউশগ্রামে। বুধবার সকালে আউশগ্রামের ভাল্কি অঞ্চলের ডোমবাঁধির জঙ্গলে ঢুকে পড়ে সে। এরপর ক্ষেতের মধ্যে হাতিকে ঢুকতে দেখেই ত্রস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় দৌড়দৌড়ি। হুলস্থুল পড়ে যায় গ্রামজুড়ে।