বাংলা নিউজ > ঘরে বাইরে > Attack on Army Vehicle in Poonch: মদত পাকিস্তানের, রকেট লঞ্চার নিয়ে ৭ লস্কর জঙ্গির হামলায় পুঞ্চে ৫ জওয়ানের মৃত্যু

Attack on Army Vehicle in Poonch: মদত পাকিস্তানের, রকেট লঞ্চার নিয়ে ৭ লস্কর জঙ্গির হামলায় পুঞ্চে ৫ জওয়ানের মৃত্যু

ভারতীয় সেনার গাড়িতে হামলা জঙ্গিদের। (ছবি সৌজন্যে এএনআই)

বৃহস্পতিবার পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছে, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত। যে এলাকায় ঘন জঙ্গল আছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে। যে জিহাদিরা জঙ্গলে লুকিয়ে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানোর ছক কষেছিল।

শিশির গুপ্তা

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার গাড়িতে হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবার সাত জঙ্গি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার জঙ্গিরা 'রকেট-প্রপেলড গ্রেনেড' (রকেট লঞ্চার, যা কাঁধ থেকে ছোড়া যায়) এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালিয়েছে। তবে ঠিক কীভাবে হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সরাসরি রকেট ছোড়ায় সেনার গাড়িতে আগুন ধরে গিয়েছিল নাকি রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের হত্যার পর সেনার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে নিশ্চিত নন গোয়েন্দারা। যে ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন একজন জওয়ান।

বৃহস্পতিবার পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছে, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত। যে এলাকায় ঘন জঙ্গল আছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে। যে জিহাদিরা জঙ্গলে লুকিয়ে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানোর ছক কষেছিল।

আরও পড়ুন: Grenade attack: কাশ্মীরে জঙ্গিদের গ্রেনেড হানাতেই শহিদ ৫ জওয়ান, জানাল সেনা

সেই জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে নাগরোটার ১৬ কোর। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, আগামী মে'তে শ্রীনগরে যে জি২০ গোষ্ঠীর বৈঠক আছে, তা বানচাল করার জন্য পাকিস্তান যে চেষ্টা চালাচ্ছে, তার সঙ্গে এই জঙ্গি হামলার পুরোপুরি যোগ আছে। এমনিতেই শ্রীনগরের অনুষ্ঠান বয়কট করার জন্য জি২০ গোষ্ঠীভুক্ত সদস্যদের কাছে আর্জি জানিয়েছে ইসলামাবাদ। 

আরও পড়ুন: Army Truck catches Fire: কাশ্মীরে আর্মির গাড়িতে দাউ দাউ করে আগুন, মর্মান্তিক মৃত্যু ৫ সেনার

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশে হিংসা ছড়াতে ইচ্ছাকৃতভাবে ওই হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানিরা। জি২০ অনুষ্ঠানে যে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন, তাঁদের মধ্যে ভীতি তৈরির জন্য সেই হামলা চালানো হয়েছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

তারইমধ্যে ওই হামলায় মৃত জওয়ানদের নাম প্রকাশ করেছে সেনা। যে চার জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে চারজন পঞ্জাবের বাসিন্দা (হাবিলদার মনদীপ সিং, সিপাই হরক্রিষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং) ছিলেন। অপরজন ওড়িশার বাসিন্দা (ল্যান্সনায়েক দেবাশিস)। তিনি পুরীর বাসিন্দা ছিলেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন