বাজির উৎসব দীপাবলিতে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে চূড়ান্ত পরিণতি হল যুবকের। লোহার পাইপের মধ্যে সালফার এবং পটাশ ভর্তি করে যুবককে লক্ষ্য করে ফাটানোর ফলে মৃত্যু হল ওই মুসলিম যুবকের । তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মৃত যুবকের নাম আফজাল আনসারী (৩০)। অন্যদিকে, অভিযুক্ত যুবকের নাম প্রদীপ। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
আরও পড়ুন: দিওয়ালির পর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৪ নম্বরে উঠল কলকাতা, দিল্লি কততে?
ভিডিয়োতে দেখা যায়, যুবকের বন্ধুরা পিছন থেকে একটি পাইপের মধ্যে বিস্ফোরক ভর্তি করে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করে। বিস্ফোরণ ঘটায় ওই যুবক সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে রবিবার দিওয়ালির রাতে। লিঙ্ক রোড থানা এলাকার অন্তর্গত ঝান্ডাপুরে একটি গলিতে উৎসব উদযাপন করছিল বেশ কয়েকজন যুবক। তা দেখে সেখানে যায় আফজাল। রাত ১১টার দিকে লোহার পাইপে সালফার ও পটাশ ভরে তারা বাজি ফাটাচ্ছিল। আফজাল সেখান থেকে যখন চলে আসছিল ঠিক সেই সময় প্রদীপ নামে ওই যুবক পেছন থেকে তাকে লক্ষ্য করে পাইপ ছোড়ে।
এই বিস্ফোরণের ফলে পায়ে গুরুতর আঘাত পায় আফজাল। তার পায়ের পিছনের শিরা ছিঁড়ে যায়। পিছন থেকে আতশবাজির ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আফজাল ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ২৫ বছর ধরে গাজিয়াবাদে বসবাস করছিলেন। ঘটনায় ঝাড়খণ্ডে তার আত্মীয়দের খবর দিয়েছে পুলিশ। ঘটনাটি সম্পর্কে ঝাড়খণ্ডে তার আত্মীয়দের জানিয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ প্রায় ৩ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, যে ঘটনাটি ফৌজদারি অপরাধ। কারণ এটি একটি দুর্ঘটনা নয়। এই ঘটনায় হত্যার মামলা এখনও নথিভুক্ত করা হয়নি। তবে অপরাধমূলক হত্যা মামলা নথিভুক্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে। ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।