সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। তা নিয়ে কী জানাল কেন্দ্র, দেখে নিন বিস্তারিত -
1/6২০২১ সালের শেষ এবং ২০২২ সালের শুরুতে ভারতে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হল, গত আটদিনে ভারতে সংক্রমণ বেড়েছে ৬.৩ গুণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6কেন্দ্র জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর দেশে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ০.৭৯ শতাংশ। আজ (বুধবার) তা দাঁড়িয়েছে ৫.০৩ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সর্বাধিক সক্রিয় আক্রান্তের নিরিখে শীর্ষে আছে মহারাষ্ট্র (৭০,০০৫)। সাতদিনে তা বেড়েছে ৪.৬১ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ (২৫,৪৭৫)। সাতদিনে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩.৪২ গুণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6কেন্দ্র: মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা, তামিনলাড়ু, কর্নাটক, ঝাড়খণ্ড এবং গুজরাতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6কেন্দ্র: দেশের ২৮ টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি আছে (গত ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির পরিসংখ্যান)। সেই তালিকায় শীর্ষে আছে মিজোরাম। সেখানকার আটটি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। সেখানে সেই সংখ্যাটা ছয়। তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র (চারটি জেলা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6কেন্দ্র: দেশের ৪৩ টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে আছে। শীর্ষে আছে কেরালা (ছ'টি জেলা)। তারপরেই আছে পশ্চিমবঙ্গ (পাঁচটি জেলা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)