DA Dharna in Delhi: দিল্লিতে ডিএ ধরনা নিয়ে অমিত শাহের মন্ত্রকের শর্ত, আজই রওনা দেবেন সরকারি কর্মীরা
Updated: 08 Apr 2023, 09:10 AM ISTসব ঠিক থাকলে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকশো সদস্য। এই কর্মসূচির কথা আগেই জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক ধরনার অনুমতি দিল। তবে ধরনায় বসার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে অমিত শাহের মন্ত্রক। সেই শর্ত মেনে ধরনায় বসবেন ডিএ আন্দোলনকারীরা।
পরবর্তী ফটো গ্যালারি