7th Pay Commission: কেন্দ্রীয় সরাকরি কর্মীদের...
more
7th Pay Commission: কেন্দ্রীয় সরাকরি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে শীঘ্রই। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই বাড়তে চলেছে তাঁদের প্রাপ্ত বেতনের পরিমাণ। এর আগে বিগত মার্চ মাসে সরকার ঘোষণা করে জানিয়েছিল যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। জানুয়ারি থেকে বর্ধিত ডিএ-র বকেয়া দেওয়ারও ঘোষণা করে সরকার। আর এবার জুলাইতে আরও এক দফায় বাড়ানা হতে পারে ডিএ। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেদিকেই ইঙ্গিত করছে।
1/5সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে। তবে এই ডিএ বৃদ্ধির ঘোষণা কবে নাগাদ হতে পারে, তা নিয়ে এখনও কোনও খবর প্রকাশিত হয়নি। তবে এরই মাঝে আশায় বুক বেঁধেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই ডিএ বাড়লে দেশের ৫০ লাখ কেন্দ্রীয় সরাকরি কর্মী ও ৬০ লাখ পেনশনভোগীদের মুখে হাসি ফুটবে।
2/5বর্তমানে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই হার ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হতে পারে বলে দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে।
3/5দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণেই সরকার শীঘ্রই কর্মীদের ডিএ বাড়াতে পারে বলে জানা গিয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের হিসেবে ৪ শতাংশ ডিএ বাড়া উচিত সরকারি কর্মীদের। এআইসিপি সূচকের তথ্য বলছে, জানুয়ারি মাসে এই সূচকের সংখ্যা ছিল ১২৫.১। ফেব্রুয়ারিতে তা কমে ১২৫ হয়। মার্চে তা বেড়ে দাঁড়ায় ১২৬। এপ্রিল মাসে সেই সূচক আরও ১.৭ বেড়ে হয় ১২৭.৭। মে মাসের সূচক যদি ক্রমবর্ধমান থাকে, তাহলে ডিএ বৃদ্ধি নিশ্চিত।
4/5সপ্তম বেতন কমিশন অনুযায়ী, কোনও কর্মীর মূল বেতন যদি সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকা হয়ে থাকে, তাহলে বর্তমানে ৩৪ শতাংশ হারে মাসে ১৯ হাজার ৩৪৬ টাকা পাচ্ছেন তিনি। তবে যদি ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়, তাহলে ডিএ বেড়ে হবে ২১ হাজার ৬২২ টাকা।
5/5এদিকে কোনও সরকারি কর্মীর যদি বেসিক বেতন ন্যূনতম ১৮ হাজার টাকা হয়ে থাকে, তাহলে বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ বাবদ তিনি ৬ হাজার ১২০ টাকা পেয়ে থাকেন। ডিএ বাড়লে ৩৮ শতাংশ হারে তখন মাসে মহার্ঘ ভাতা বাববদ ৬ হাজার ৮৪০ টাকা করে পাবেন সেই কর্মী।