যদি কোনও ব্যক্তি সঠিক সময়ে আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং তাঁর বিনিয়োগ ধরে রাখতেন, তবে বর্তমানে তাঁর শেয়ারের দাম ৩৭.২৮ কোটি টাকা হত।
1/5আদানি গোষ্ঠীর সংস্থার শেয়ারে দুর্দান্ত রিটার্ন। আদানি গ্রুপের সংস্থাটির নাম আদানি এন্টারপ্রাইজ। এই সংস্থার শেয়ার গত কয়েক বছরে ৩,০০,০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৫৯ পয়সা থেকে বেড়ে ২,২০০ টাকা হয়ে গিয়েছে। ফাইল ছবি; হিন্দুস্তান টাইমস (AFP)
2/5আদানি এন্টারপ্রাইজের শেয়ার গত ৫ বছরে বিনিয়োগকারীদের ২,৫০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের গত ৫২-সপ্তাহের সর্বনিম্ন দাম ১,২০১.১০ টাকা। ফাইল ছবি: পিটিআই (AFP)
3/5২৫ এপ্রিল ২০০৩-এ বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) আদানি এন্টারপ্রাইজের শেয়ার ০.৫৯ টাকা করে ছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (AFP)
4/5১০ জুন, ২০২২-এ BSE-তে সেই শেয়ারই ২,২০২.০৫ টাকার লেভেলে ট্রেড করছে। অর্থাত্ সময়ের মধ্যে শেয়ারটি ৩,০০,০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (AFP)
5/5যদি কোনও ব্যক্তি ২৫ এপ্রিল, ২০০৩-এ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং তাঁর বিনিয়োগ ধরে রাখতেন, তবে বর্তমানে তাঁর শেয়ারের দাম ৩৭.২৮ কোটি টাকা হত। ছবি: গুগল ফিন্যান্স (AFP)