Air Fare Update: নয়া বছরে ভারতীয় উড়ান সংস্থাগুলির ২০০ বিমান বসে যাবে, এর জেরে বাড়বে যাত্রীভাড়া?
Updated: 29 Nov 2023, 05:35 PM ISTচলতি অর্থবর্ষ শেষ হতে হতে ভারতীয় উড়ান সংস্থাগুলির ২০০টি বিমান বসে যেতে পারে বলে দাবি করা হল ক্যাপা ইন্ডিয়ার রিপোর্টে। উড়ান পরিষেবা পরামর্শদাতা সংস্থাটির বক্তব্য, ইন্ডিগোর সবচেয়ে বেশি বিমান 'গ্রাউন্ড' হবে ২০২৪ সালের মার্চের মধ্যে।
পরবর্তী ফটো গ্যালারি