বাংলা নিউজ >
ছবিঘর >
হাতে ১ লাখের ব্যাগ আলিয়ার! ছুটি কাটিয়ে ফিরতেই নজর কাড়ল ‘রালিয়া’র এয়ারপোর্ট লুক
হাতে ১ লাখের ব্যাগ আলিয়ার! ছুটি কাটিয়ে ফিরতেই নজর কাড়ল ‘রালিয়া’র এয়ারপোর্ট লুক
Updated: 03 Jan 2022, 06:53 PM IST
লেখক Priyanka Bose
একসঙ্গে নতুন বছরের ছুটি উদযাপন করে মুম্বই ফিরলেন রণবীর এবং আলিয়া। এয়ারপোর্ট লুকে সবথেকে বেশি নজর কেড়েছে আলিয়ার হাতের লক্ষাধিক টাকার ব্যাগ।
1/4ছুটি কাটিয়ে সদ্য মায়ানগরীতে পা রেখেছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর কাপুর। তাঁদের এয়ারপোর্ট লুক নজর কেড়েছে নেটিজেনের। সবথেকে বেশি চর্চায় আলিয়ার হাতের ‘ডলসে অ্যান্ড গাব্বানা’ ব্যাগ। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টইমস, বরিন্দর চ্যাওলা)
2/4এদিন মুম্বই এয়ারপোর্টে রণবীরকে প্যাস্টেল শেডের আউটফিটে দেখা গেছে। অন্যদিকে আলিয়াকে ডেনিম এবং ক্রপটপ পরে দেখা যাচ্ছে ছবিতে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টইমস, বরিন্দর চ্যাওলা)
3/4‘ডলসে অ্যান্ড গাব্বানা’ ব্র্যান্ডের কমলা রঙের এই ব্যাগ জ্বলজ্বল করছে নায়িকার হাতে। নায়িকার এয়ারপোর্ট লুকের সঙ্গে ওই ব্যাগ বেশ মানিয়েছে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টইমস, বরিন্দর চ্যাওলা)
4/4অভিনেত্রীর হাতে ‘ডলসে অ্যান্ড গাব্বানা’ ব্র্যান্ডের এই ব্যাগের মূল্য কত জানেন? ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৫ বাজার ১১৩ টাকা। Farfetch ওয়েবসাইটে অনায়াসেই পাবেন এই ব্যাগ। (farfetch.com)