HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > 2023 WC-এ কোহলি, রোহিত, ম্য়াক্সওয়েলদের দাপটে ভেঙেছে একাধিক রেকর্ড, রউফ আবার গড়েছেন লজ্জার নজির, দেখে নিন পুরো তালিকা

2023 WC-এ কোহলি, রোহিত, ম্য়াক্সওয়েলদের দাপটে ভেঙেছে একাধিক রেকর্ড, রউফ আবার গড়েছেন লজ্জার নজির, দেখে নিন পুরো তালিকা

২০২৩ বিশ্বকাপে ভেঙে গিয়েছে একাধিক নজির। কোহলি, ম্যাক্সওয়েল, রোহিত, শামিরা গড়েছেন উজ্জ্বল সব রেকর্ড। হ্যারিস রউফ আবার দলকে ডুবিয়ে করেছেন লজ্জার নজির। সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের রেকর্ডের তালিকায় এক ঝলকে চোখ বুলিয়ে নিন।

1/12 অস্ট্রেলিয়া ক্রিকেট টিম- ২০২৩ সালে অস্ট্রেলিয়া রেকর্ড ষষ্ঠ বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ট্রফি জিতেছিল। স্বাভাবিক ভাবে অজিরা এই টুর্নামেন্টে সকলের ধরাছোঁয়ার বাইরে থেকে ইতিহাস লিখেছে। বিশ্বকাপে অজিরা সবচেয়ে সফল দলের তকমাটা গায়ে পুরো লেপ্টে রেখেছে। তাদের রেকর্ড স্পর্শ করার সম্ভাবনা আপাতত কোনও দলের নেই। অজিরা ছাড়া এই মেগা টুর্নামেন্টে একাধিক বার বিজয়ী হয়েছে দু'টি দল- ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫, ১৯৭৯) এবং ভারত (১৯৮৩, ২০১১)। তবে মাত্র দু'বার করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অজিদের চেয়ে অনেক পিছিয়ে এই দুই দল।
2/12  এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে মোট ১৩ বারের মধ্যে ৮ বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এটি তাদের সর্বাধিক বার ফাইনালে খেলার বিশ্ব রেকর্ড। অজিদের পর ভারত এবং ইংল্যান্ড চারটি করে বিশ্বকাপ ফাইনাল খেলে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।
3/12 ট্র্যাভিস হেড- অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্র্যাভিস হেডের ১২০ বলে দুর্দান্ত ১৩৭ রান অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। তিনি ছিলেন বিশ্বকাপের ফাইনালে সপ্তম সেঞ্চুরিয়ান। আর শ্রীলঙ্কার অরবিন্দ ডি'সিলভার পর দ্বিতীয় খেলোয়াড়, যিনি রান তাড়া করতে গিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডি সিলভার অপরাজিত ১০৭ রান ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ফাইনাল জিততে সাহায্য করেছিল।
4/12 বিরাট কোহলি- পুরুষদের ওডিআই বিশ্বকাপের এক সংস্করণে সর্বাধিক রান (৭৬৫ রান) করার নজির গড়েছেন কোহলি। যদিও তাঁর দল ট্রফি জিততে পারেনি। তবে কোহলি টুর্নামেন্টের সেরা পারফর্মার ছিলেন। তিনি ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে শেষ করেছেন। সেই সঙ্গে তিনি সচিন তেন্ডুলকরের ৬৭৩ রানের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২০০৩ বিশ্বকাপে সচিন এই রান করেছিলেন।
5/12 এছাড়াও এই বিশ্বকাপেই কোহলি ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরি (৫০) করার নজির গড়েছেন। সচিনের ৪৯তম শতরানের বিশ্ব রেকর্ড স্পর্শ করার পর তিনি ৫০তম শতরানও এই বিশ্বকাপেই হাঁকিয়েছেন। এবারের মেগা টুর্নামেন্টে তিনি মোট তিনটি শতরান হাঁকিয়ে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। ওডিআই-তে ১৪ হাার রান থেকে কোহলি ১৫২ রান দূরে দাঁড়িয়ে আছেন। তিনি শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে ওডিআই-এর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সচিন টেন্ডুলকারের পরে ১,৭৯৫ রান সহ আইসিসি পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে কোহলি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
6/12 দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম- বিশ্বকাপের এক ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ স্কোর (৪২৮) করার নজির গড়েছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি একক সংস্করণে সর্বাধিক শতরানেরও (নয়টি) রেকর্ড গড়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়ারা ৫ উইকেটে ৪২৮ রান করেছিল। প্রোটিয়াদের এই ব্যতিক্রমী ইনিংসে কুইন্টন ডি'কক, রাসি ভ্যান ডার দাসেন এবং এডেন মার্করাম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ৪১৭ রানের নজিরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বকাপে এটিই ছিল সর্বকালের সর্বোচ্চ স্কোর। ওয়ানডে-তে এটি দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ স্কোরও ছিল। এছাড়াও তেম্বা বাভুমার দলে ২০২৩ সংস্করণে মোট ন'টি ব্যক্তিগত শতরান রয়েছে। এটি বিশ্বকাপের একক সংস্করণে একটি দলের জন্য সর্বাধিক। প্রোটিয়ারা প্রথম দল হিসাবে একটি বিশ্বকাপে চারটি ৩৫০-এর বেশি স্কোর করেছে। এই বিশ্বকাপে তারা ৯৯টি ছক্কা মেরেছে, যা একক সংস্করণে একটি দলের দ্বারা সর্বাধিক।
7/12 মহম্মদ শামি- বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট (১৭ ইনিংস) নেওয়ার নজির গড়েছেন মহম্মদ শামি। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন শামি। এবং তিনি বিধ্বংসী মেজাজে খেলা শুরু করেছিলেন। তিনি ১০.৭ গড়ে ২৪ উইকেট নিয়েছেন, যা বিশ্বকাপের একক সংস্করণে তৃতীয়-সেরা। পাশাপাশি শামি বিশ্বকাপে ৫০ উইকেটের মালিকও হয়েছেন। মাত্র ১৭ ইনিংসে তিনি এই কীর্তি গড়েছেন। যা তাঁকে সর্বকালের দ্রুততম বোলার হিসাবে এই ল্যান্ডমার্কে পৌঁছে দিয়েছে। 
8/12 এই তারকা পেসার প্রথম বোলার, যিনি বিশ্বকাপের এক সংস্করণে এক ইনিংসে তিন বার পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। ওয়াংখেড়েতে টুর্নামেন্টের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শামি। সাত উইকেট নিয়ে কিউয়িদের হার নিশ্চিত করেছিলেন। তারা ২ উইকেটে ২২০ থেকে ৩২৭ রানে অলআউট হয়ে যায়। ৯.৫ ওভারে ৫৭ রানে সাত উইকেট নেন শামি। ওডিআইতে এটিই সর্বকালের সেরা পরিসংখ্যান। আগের রেকর্ডটি ছিল স্টুয়ার্ট বিনির দখলে। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
9/12 রোহিত শর্মা- ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির নজির গড়েছেন রোহিত শর্মা। এই মেগা টুর্নামেন্টে তিনি মোট সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০২৩ বিশ্বকাপে ৫৪.২৭ গড়ে এবং ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন। এই বিশ্বকাপে রোহিত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে তিনি ১৩১ রান করে তার সপ্তম ক্রিকেট বিশ্বকাপ সেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের বিশ্বকাপে করা ছয় শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন। ওয়ানডে-তে ৩১টি সেঞ্চুরি করে তিনি এখন এই ফরম্যাটে সর্বোচ্চ শতরানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম ১০০০ রানৈর নজির ছুঁয়েছেন। দুই ব্যাটসম্যানই ল্যান্ডমার্ক ছুঁতে নিয়েছেন ১৯ ইনিংস।
10/12 গ্লেন ম্যাক্সওয়েল- ওডিআই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি (৪০ বল) করার নজির গড়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিরুদ্ধে জ্বলে ওঠেন এবং এডেন মার্করামের দ্রুততম ক্রিকেট বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ডটি হওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেন। ম্যাক্সওয়েল তাঁর ম্যাচ জেতানো শতরানের পথে ৯টি চার ও ৮টি ছক্কা মারেন। পাশাপাশি ওয়ানডে-তে রান তাড়া করার ক্ষেত্রে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ম্যাক্সি। ওডিআইতে তাঁর ডাবল সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম। তাড়া করে ডাবল সেঞ্চুরি করার ঘটনাও প্রথম।
11/12 অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক পাকিস্তানের ওয়াসিম আক্রম এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। তাঁর নামে রয়েছে ৬৫ উইকেট। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ৫৯৪ রান করেছেন। বিশ্বকাপের এক আসরে এটি কোনও উইকেটরক্ষক ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এছাড়াও তিনি ক্রিকেট ইতিহাসে প্রথম কিপার, যিনি ৫০০ রান করার পাশাপাশি এক বিশ্বকাপে ২০ বা তার বেশি আউট করার রেকর্ড করেছেন।
12/12 হ্যারিস রউফ টুর্নামেন্টে ৫৩৩ রান হজম করে তাঁর নামে একটি লজ্জার রেকর্ড নথিভুক্ত করেছেন। অন্য কোনো বোলার এক সংস্করণে এত বেশি রান হজম করেননি। অ্যাডাম জাম্পা আবার ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করেছেন, যা একজন স্পিনারের যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট। মুথাইয়া মুরালিধরনের এই নজির রয়েছে।

Latest News

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের ইরফান-পুত্রের বিচ্ছেদের জল্পনা! বাবিল আবার লিখলেন, ‘আমাকে এভাবেই বড় করা হয়েছে…’ ভোটের সাতকাহন- ও কিছুই জানে না, মেকআপ দিয়ে মেকওভার হয় না, রচনাকে বার্তা লকেটের চাবাহার নিয়ে ভারতকে 'নিষেধাজ্ঞা জুজু' দেখাল USA, জবাবে মুখ খুললেন জয়শংকর কংগ্রেসে যোগ দিলেন বিজেপি MP জয়ন্তের পুত্র আরিশ, অস্বীকার করলেন দাদু যশবন্ত প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু, শুনে কী বললেন তৃণমূল প্রার্থী? আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের বাংলাদেশ সিরিজে দুরন্ত পারফরম্যান্স, আইসিসির ক্রমতালিকায় উন্নতি হরমনপ্রীত-রিচার IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের রাজস্থানে খনিতে ছিঁড়ল লিফট, ৫৭৭ ফুট নীচে আটকে কলকাতা থেকে যাওয়া অফিসাররা

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের IPL-অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, পার্পল ক্যাপে বুমরাহ,তবে আজই হতে পারে বদল অধিনায়কত্ব নিয়ে তুলোধনা গৌতির , প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির রাহুলের উপরে কি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ হার্দিকের সমর্থনে গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ