1/6বৃহস্পতিবার ছিল বলিউড অভিনেতা অর্জুন রামপালের জন্মদিন। এদিন ৪৮-তে পা দিলেন অর্জুন।এই বিশেষ দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে কাটালেন সম্প্রতি মাদককাণ্ডের জেরে সংবাদ শিরোনামে উঠে আসা এই অভিনেতা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস এবং প্রথম পক্ষের দুই কন্যা মাহিকা এবং মায়রার সঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা গেল অর্জুনকে।সেই সেলিব্রেশনের ঝলক নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে তুলে ধরেছেন অর্জুন। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6কেক কাটার ফ্যামিলি পিকচারে পুত্র আরিকের দেখা না মিললেও আলাদা করে ছেলের সঙ্গে পোজ দিতে দেখা গেল অর্জুনকে। ছোটছেলেকে কোলে নিয়ে পোজ দিলেন বার্থ ডে বয়। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6বলিউডের মাদকযোগের মামলায় গত ১৩ নভেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রশ্নের মুখে অভিনেতা অর্জুন রামপাল।টানা সাত ঘন্টা তাঁকে জেরা করে এনসিবি। অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসেও এই মামলায় টানা দু-দিন এসিবির জেরার মুখে পড়তে হয়েছে।
5/6মাদককাণ্ডতে নাম জড়ানোর পর অর্জুনের বক্তব্য- ‘ড্রাগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি থেকে ওষুধ বাজেয়াপ্ত করেছে এনসিবি তার প্রেসক্রিপশন আমার কাছে মজুত রয়েছে এবং সেটি ইতিমধ্যেই এনসিবির হাতে তুলে দেওয়া হয়েছে। আমি এনসিবির তদন্তে পূর্ণ সহযোগিতা করছি’, সংবাদমাধ্যমকে জানান অর্জুন রামপাল।
6/6অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার সন্তান মাহিরা ও মায়েকা। ২০১৯ সালে ডিভোর্স মামলায় সিলমোহর পরে অর্জুন-মেহেরের। সেই বছর জন্ম হয় অর্জুনের সন্তান আরিকের। অভিনেতার তিন সন্তানকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। (ছবি-ইনস্টাগ্রাম)