বাংলা নিউজ > ছবিঘর > Vande Bharat Express in Bengal: কামারকুণ্ডু স্টেশনে হঠাৎ করেই থামল বন্দে ভারত, তারপর যা হল...

Vande Bharat Express in Bengal: কামারকুণ্ডু স্টেশনে হঠাৎ করেই থামল বন্দে ভারত, তারপর যা হল...

গতকালই পটনা থেকে সূচনা হল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের। এখন রাজ্য থেকে মোট পাঁচটি রুটে ছুটবে বন্দে ভারত। খুব স্বল্প সংখ্যক স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। ইতিমধ্যেই রাঁচি-হাওড়া বন্দে ভারতের স্টপেজ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে গতকাল হাওড়াগামী ট্রেনটি থেমে যায় কামারকুণ্ডু স্টেশনে।