বাংলা নিউজ >
ছবিঘর >
ভাগ্যলিপি >
Nag Panchami 2022 Astrology special yog: নাগ পঞ্চমীতে ৩০ বছর পর দুর্লভ যোগ, ভুলেও করবেন না এই কাজগুলি! জ্যোতিষমত একনজরে
Nag Panchami 2022 Astrology special yog: নাগ পঞ্চমীতে ৩০ বছর পর দুর্লভ যোগ, ভুলেও করবেন না এই কাজগুলি! জ্যোতিষমত একনজরে
Updated: 02 Aug 2022, 10:51 AM IST
লেখক Sritama Mitra
Nag Panchami Special Yog: নাগ পঞ্চমীর দিন পড়েছে শ...
more
Nag Panchami Special Yog: নাগ পঞ্চমীর দিন পড়েছে শিব ও সর্বার্থ সিদ্ধি যোগ। এমন দিনে নাগ দেবতাকে সন্তুষ্ট করলে কালসর্প দোষ কেটে যেতে পারে। নাগ পঞ্চমীর দিন শিব যোগ শেষ হচ্ছে সন্ধ্যে ৬ টা ৩৮ মিনিটে। এরপর শুরু হবে সর্বার্থ সিদ্ধি যোগ।
1/6শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমীর উৎসব শুরু হয়। ২০২২ সালেও সেই তিথি মেনে পালিত হচ্ছে নাগ পঞ্চমী। এই বিশেষ দিনে পড়েছে এক দুর্লভ যোগ। ৩০ বছর এই বিশেষ যোগের ফলে এমন দিনে পুজো পাঠে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। এমন দিনে বিশেষ পুজো করলে নানা বাধা বিপত্তি কষ্ট চলে যেতে পারে।
2/6নাগ পঞ্চমীর তিথি- ২ অগাস্ট ভোর ৫ টা ১৩ মিনিট থেকে পড়ে গিয়েছে নাগ পঞ্চমী। আর তা চলবে ৩ অগাস্ট ৫ টা ৪১ মিনিট পর্যন্ত। এমন দিনে নাগ পঞ্চমীর সঙ্গে রয়েছে মঙ্গল গৌরী ব্রত। ফলে এমন দিনে নাগপুজো বা মনসা পুজো ছাড়াও শিবের আরাধনা করলেও মিলবে ফল।
3/6শিব ও সর্বার্থ সিদ্ধি যোগ- নাগ পঞ্চমীর দিন পড়েছে শিব ও সর্বার্থ সিদ্ধি যোগ। এমন দিনে নাগ দেবতাকে সন্তুষ্ট করলে কালসর্প দোষ কেটে যেতে পারে। নাগ পঞ্চমীর দিন শিব যোগ শেষ হচ্ছে সন্ধ্যে ৬ টা ৩৮ মিনিটে। এরপর শুরু হবে সর্বার্থ সিদ্ধি যোগ।
4/6নাগ পঞ্চমীতে কী কী করবেন না- শাস্ত্র মতে বলা হয়,নাগ পঞ্চমীর দিন মাটি খোঁড়া উচিত নয়। এছাড়াও এই দিনে মাটি থেকে কিছু তোলা বা গাছ তোলা উচিত নয়। এতে নাগ দেবতা অসন্তুষ্ট হন। এছাড়াও এমন দিনে ছুঁচে বা ধারালো কোনও লোহার জিনিস ব্যবহার করতেও বারণ করা হয় শাস্ত্র মতে।
5/6বাধা বিপত্তি কাটাতে কী করণীয়- বলা হয় জীবনে যদি কোনও বাধা বিপত্তি এসে থাকে, তাহলে তা সহজে কেটে যেতে পারে নাগ পঞ্চমীর দিন মনসা পুজো করলে। এমন দিনে পিতলের বাটিতে মা মনসাকে দুধ অর্পণ করা উচিত। এতে পূণ্য লাভ হয়। পিতল ছাড়া ভুলেও অন্য কোনও ধাতুর বাসনে মা মানসা বা নাগ দেবতার পুজো করতে বারণ করা হচ্ছে শাস্ত্র মতে।
6/6মঙ্গল গৌরী ব্রত- ২ রা অগাস্ট পড়েছে মঙ্গল গৌরী ব্রত। এমন দিনে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার পাশাপাশি দেবী পার্বতীকেও তুষ্ট করার গুরুত্ব বাড়ে। দেবী পার্বতীকে এই দিনে তুষ্ট করলে আসে বৈবাহিক জীবনে সমৃদ্ধি। (ছবি-হিন্দুস্তান টাইমস)