ধারে ভারে এগিয়ে ATK MB, তবু AFC Cup-এ খেলতে নামার আগে লঙ্কার দলকে সমীহ ফেরান্দোর
Updated: 07 Apr 2022, 08:17 PM ISTআইএসএলে শেষ চারে উঠলেও ফাইনালে উঠতে পারেনি এটিকে মোহনবাগান। ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। তবে সেই ব্যর্থতাকে অতীত করে সবুজ-মেরুনের পাখির চোখ এখন এএফসি কাপে সাফল্য়। এএফসি কাপের প্রাক-কোয়ালিফাইং ম্যাচে এটিকে মোহনবাগানকে খেলতে হবে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসির বিরুদ্ধে।
পরবর্তী ফটো গ্যালারি